নতুন বছরে ৯টি লম্বা উইকেন্ড! দিঘা, পুরী, দার্জিলিং যেতে রইবে না বাধা, দেখুন লিস্ট

Published on:

2025 holiday

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল। ইতিমধ্যেই এই নিয়ে কাউন্টাডাউন অবধি শুরু হয়ে গিয়েছে সকলের। স্বাভাবিকভাবেই সবার মনে নতুন বছর নিয়ে নতুন উচ্ছ্বাস ও উত্তেজনার সঞ্চার হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন বছরে কত দিন ছুটি হবে তা অফিসের লোকজনই প্রথম ঠিক করে দেন। বিশেষ করে লং উইকএন্ডের দিকে সবার নজর থাকে যাতে একসঙ্গে অনেকগুলো ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সুতরাং আপনারও যদি নতুন বছরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।

নতুন বছরে কত দীর্ঘ সাপ্তাহিক ছুটি আছে?

WhatsApp Community Join Now

নতুন বছরে নয় নয় করে আপনি ৯ দিন টানা ছুটি পেয়ে যাবেন। যার ফলে আপনি অনায়াসেই কাছেপিঠে কিংবা দূরে ঘুরে আসতে পারেন। জুন ও জুলাই, এই দুটি মাস ছাড়া বছরের বাকি ১০টা মাসে অনায়াসেই একগাদা ছুটি পেয়ে যাবেন আপনি। ফলে প্ল্যান করতেই পারেন।

জানুয়ারি ২০২৫

১১ জানুয়ারি, শনিবার।

১২ জানুয়ারি, রবিবার।

১৩ জানুয়ারি সোমবার একদিনের ছুটি নিয়ে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারবেন।

১৪ জানুয়ারি আবার মকর সংক্রান্তিতে ছুটি। অর্থাৎ মাঝ সপ্তাহে টানা ৪ দিন ছুটি পেয়ে যাচ্ছেন। পুরী, দার্জিলিং, কালিম্পঙ কিংবা শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন।

ফেব্রুয়ারি ২০২৫

ফেব্রুয়ারিতে ৫ দিনের ছুটি পেতে পারেন। তবে তার জন্য ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ছুটি নিতে হবে। ২২-২৩ ফেব্রুয়ারি শনি এবং রবিবার। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির ছুটি।

মার্চ ২০২৫

ক্যালেন্ডার অনুযায়ী, মার্চেও ৩ দিনের মতো ছুটি পেয়ে যাবেন আপনি। যেমন দোল পড়েছে ১৪ মার্চ। শুক্রবার পড়েছে। এরপরের শনি-রবি মিলিয়ে বসন্তের ছুটি কাটিয়ে আসতে পারেন পুরুলিয়ার কোনো জায়গায়।

এপ্রিল ২০২৫

১৮ তারিখ গুড ফ্রাইডে। তার পরের শনি এবং রবিবারের সপ্তাহান্ত থাকছে। টানা ৩ দিন ছুটি হাতে থেকে আরামসে কোথাও ঘুরে আসতে পারবেন কাছেপিঠে।

মে ২০২৫

১ মে শ্রমিক দিবস এ বার পড়েছে বৃহস্পতিবার। শুক্রবারের একটি ছুটি নিতে পারলে চার দিনের ছুটি পাওয়া যাবে মে মাসেও।

আগস্ট ২০২৫

এরপর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস শুক্রবার পড়েছে। এরপর সামনে রয়েছে শনি-রবি, এই তিনদিন আপনার হাতে থেকে ঘুরে আসতে পারেন।

সেপ্টেম্বর ২০২৫

২০২৫ সালে অক্টবর নয়, সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো এগিয়ে এসেছে। বাংলায় পুজোর টানা ছুটি অফিস কাছারিতে পাওয়া যায় ৪ দিন যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পড়েছে। এছাড়া ষষ্ঠী তো থাকছেই।

অক্টোবর ২০২৫

সেপ্টেম্বরের রেশ থাকবে অক্টোবর মাসেও। ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর বিজয় দশমী পড়েছে। এর পরে শুধু ৩ অক্টোবর শুক্রবার ছুটি নিতে পারলে শনি-রবি পেরিয়ে একেবারে সোমবার পর্যন্ত ছুটি নিতে পারবেন। সোমবারেও হাতেগরম ছুটি পেয়ে যাবেন। কারণ  সোমবার ৬ অক্টোবর পড়েছে লক্ষ্মীপুজো। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু মিলিয়ে ন’দিনের ছুটি পাওয়া যেতে পারে।

নভেম্বর ২০২৫

গুরু নানক জয়ন্তী ৫ নভেম্বর বুধবার পড়েছে। তার আগে শনিবার, রবিবার, সোমবার আর মঙ্গলবার ছুটি নিলে টানা ৫ দিন ছুটি পেয়ে যাবেন।

ডিসেম্বর ২০২৫

এক দিনের ছুটি নিলে ডিসেম্বরেও চার দিনের ছুটি পাওয়া যেতে পারে। কারণ ২৫ ডিসেম্বর বড়দিন পড়েছে বৃহস্পতি বার। মাঝে ২৬ ডিসেম্বর ছুটি পেলে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি পেয়ে যাবেন।

সঙ্গে থাকুন ➥
X