মে’তে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখে নিন RBI-র হলিডে লিস্ট

Published:

bank-holiday
Follow

এপ্রিল মাস একদম শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। চলছে শেষ সপ্তাহ। এরপরেই এসে যাবে নতুন মাস অর্থাৎ মে মাস। আর নতুন মাস আসা মানেই অনেকের অনেক প্ল্যান থাকে। কেনাকাটা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, আরও টুকিটাকি জরুরি কাজ। তবে সামনের মাসে কি আপনারও ব্যাঙ্ক অনেক জরুরি কাজ রয়েছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। এবার আগামি মাসের ছুটি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে চোখ কপালে উঠে যেতে পারে আপনারও। জানা যাচ্ছে, আগামী মে মাসে টানা ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। সেইসঙ্গে তো উপরি হিসেবে রয়েছেই দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি। তাহলে আসুন জেনে নিন আগামী মাসে কবে কবে ছুটি থাকবে।

১) ১ মে- মে দিবস উপলক্ষে সব রাজ্যেই ব্যাঙ্কে ছুটি থাকবে।

২) ১ মে- মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রেও ব্যাঙ্ক বন্ধ থাকবে

৩) ৫ মে- রবিবার হওয়ায় সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪) ৮ মে- গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫) ১০ মে -বাসব জয়ন্তী / অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১০ মে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬) ১১ মে- দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৭) ১২ মে- রবিবার, দেশের সব ব্যাঙ্কে ছুটি থাকবে।

৮) ১৬ মে গ্যাংটকে রাজ্য প্রতিষ্ঠা উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯) ১৯ মে – রবিবার সাপ্তাহিক ছুটি।

১০) ২৩ মে আগরতলা, আইজল, ভোপাল, বেলাপুর, দেরাদুন, ইটানগর, চণ্ডীগড়, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১১) ২৫ মে- চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২) ২৬ মে- রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সমগ্র দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join