বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘুঁচেছে দীর্ঘ অপেক্ষা। ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যেই লাইসেন্স পেয়ে গিয়েছে ইলন মাস্ক সংস্থা স্টারলিংক (Starlink)। আপাতত যা খবর, আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই শুরু হবে ট্রায়াল স্পেকট্রাম। এমতাবস্থায়, অনেকেই জানতে চাইছেন দেশে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হয়ে গেলে তার সুবিধা নিতে প্রতিমাসে কত টাকা খরচ হতে পারে গ্রাহকদের? রইল সেই তথ্য।
স্টারলিংকের পরিষেবা পেতে এককালীন খরচ
মাস্ক সংস্থা স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে মাসিক খরচের আগে এককালীন মোটা অঙ্ক খসবে গ্রাহকদের। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে হলে স্টারলিংক হার্ডওয়্যার কিট বাবদ এককালীন ভাল অর্থ খরচ হতে পারে।
জানা যাচ্ছে, স্টারলিংকের একটি কিটের দাম 20,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে। অর্থাৎ, স্যাটেলাইট ডিশ ও ওয়াইফাই রাউটার সহ গোটা স্টারলিংক সেটাপ করতে এককালীন 35 হাজার টাকা বা তার বেশি খরচ হতে পারে। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত ভারতের জন্য তাদের চূড়ান্ত মূল্য কাঠামো ঘোষণা করেনি।
প্রতিমাসে কত খরচ হতে পারে গ্রাহকদের?
বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, ভারতে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে হলে সাধারণ ব্রডব্যান্ডের খরচের থেকেও কয়েক গুণ বেশি টাকা প্রতি মাসে খরচ করতে হবে গ্রাহকদের। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংক তাদের মাসিক ডেটা প্ল্যান 10 ডলারের নিচে অর্থাৎ প্রায় 850 টাকা মূল্যের আনলিমিটেড ডেটা প্ল্যান নিয়ে হাজির হতে পারে। যদিও পূর্বের অনুমান বলছে, স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পেতে হলে প্রতি মাসে গ্রাহকদের 3,000 থেকে 7,000 টাকা খরচ হতে পারে।
ভারতের চিত্র বদলে দেবে স্টারলিংক!
বর্তমান বিশ্বের একাধিক দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে মাস্কের জনপ্রিয় সংস্থা স্টারলিংক। এই সংস্থা মূলত পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার ওপরে অবস্থিত নিম্ন আর্থ বিট উপগ্রহের একটি সমষ্টি পরিচালনা করে। এই সিস্টেম বর্তমানে অন্তত 70টি দেশে মোতায়েন করা রয়েছে। বলে রাখি, বর্তমানে বিশ্বব্যাপী 7,000 LEO স্যাটেলাইট মোতায়েন করেছে মাস্ক সংস্থা। আগামী কিছু বছরের মধ্যেই এই সংখ্যাটা 40,000- এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্টারলিংক।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে নির্বাচন ঘোষণা করেও শান্তি নেই, বিরাট ফ্যাসাদে পড়লেন ইউনূস!
বলা বাহুল্য, স্টারলিংকের এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট মূলত দুর্গম অঞ্চল, যেসব জায়গায় ইন্টারনেট পরিষেবা নেই বা টাওয়ার পৌঁছায়নি সেইসব অঞ্চলেও একেবারে হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। ঝড় হোক কিংবা প্রবল বন্যা, যেকোনও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে স্টারলিংক। ফলত, মাস্ক সংস্থার হাত ধরে আগামী দিনে ভারতের চিত্র যে বদলে যাবে এই কথা বলাই যায়।