প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত মঙ্গলবার, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিয়েছিল ভারত। কিন্তু জঙ্গি দমনের আতে ঘা লাগে পাকিস্তানের। যার দরুন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে জম্মুতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু চুপ থাকেনি ভারতীয় সেনা। পর পর যুদ্ধবিমান নিয়ে পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে। শুধু তাই নয় পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে পাল্টা ভারত তার সুদর্শন চক্র (S 400-Sudarshan Chakra) তাক করল শক্র পক্ষকে নিশানা করে।
রুদ্ররূপ ভারতের সুদর্শন চক্রের! | S-400 Missile System ‘Sudarshan Chakra’
আগেই পাকিস্তানকে হাই অ্যালার্ট করেছিল ভারত। বলা হয়েছিল অপারেশন সিঁদুর’-এর পর যদি পাকিস্তান কোনও বাহাদুরি দেখায় তাহলে তার পরিণতি ভাল হবে না। কিন্তু সেই সতর্কবার্তা কবে তুলল না পাক সেনা। ভারতের মাটিতে অভিযান চালাতে গিয়ে পালটা হামলায় গুঁড়িয়ে গেছে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম। আর এর নেপথ্যে ছিল প্রধান নায়ক রাশিয়ার থেকে কেনা S400 অ্যান্টি মিসাইল সিস্টেম। যেটি ভারতে নাম দেওয়া হয়েছে ‘সুদর্শন চক্র’। এই সুদর্শন চক্রের মাধ্যমেই শত্রুর আগাম বার্তা আঁচ করা হয়। এই বিমান ৬০০ কিলোমিটার দূরের টার্গেটকে আঁচ করতে পারে বলে জানা যাচ্ছে।
ইউক্রেন যুদ্ধেও এর অবদান অনেক
ভারতকে শত্রুদের কুনজর থেকে রক্ষা করতে সুরক্ষিত করতে ২০২১ সালে রাশিয়ার সঙ্গে ‘S400 ট্রায়াম্ফ’-এর প্রতিরক্ষাচুক্তি করেছিল নয়াদিল্লি। বায়ুসেনাকে এই মহামূল্যবান অস্ত্র তুলে দিতে প্রায় ৫৪০ কোটি ডলার খরচ করেছিল মোদি সরকার। এই অস্ত্রকেআধুনিকতম ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে গণ্য করা হয়। এমনকি এটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এটি সব রকম আবহাওয়ায় কাজ করতে পারে। মরুভূমিতেও যেমন কাজ করে আবার হাড় জমিয়ে দেওয়া ঠান্ডাতেও এই প্রতিরক্ষা ব্যবস্থা সমান ভাবে কার্যকরী। এবার সেই অস্ত্র পাক নিধনে ব্যবহার করছে ভারত।এই প্রতিরক্ষা ব্যবস্থাটি পরিচালনার জন্য চারটি প্ল্যাটফর্ম রয়েছে।
জানা গিয়েছে প্রথমে নজরদারি (সার্ভেল্যান্স) রেডার লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে। দীর্ঘপাল্লার এই রেডার ব্যবস্থা বার্তা পাঠিয়ে সতর্ক করে ‘কমান্ড ভেহিকল’কে। এই ‘কমান্ড ভেহিকল’ লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা করার জন্য বার্তা পাঠায় ‘এনগেজমেন্ট রেডার’কে। এরপর নিশানা ঠিক করে দেয় ‘এনগেজমেন্ট রেডার’। তার পরই ক্ষেপণাস্ত্র ছোড়ে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে জম্মু এবং পঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ছুঁতে পারেনি ভারতকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S400 ট্রায়াম্ফ, ‘সুদর্শন চক্র’ ক্ষেপণাস্ত্র হামলার প্ল্যান ভেস্তে দিয়েছিল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |