পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের গরিব মানুষদের জন্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম একটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। এর মাধ্যমে গরিব মানুষদের বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য করা হয়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গেও নতুন আবাস যোজনার নামের তালিকা প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা
যে সমস্ত গরিব মানুষেরা টাকার অভাবে নিজেদের পাকা বাড়ি বানাতে পারছেন না তাদের জন্য এই প্রকল্পের মাধ্যেম পাকা বাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। এই প্রকল্পে আবেদনকারীকে ২৫,০০০ টাকা দিতে হয়। বদলে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে মোট ৩,৪৩,০০০ টাকা পাওয়া যায়। সর্মমত ৩ লক্ষ ৬৮ হাজার টাকায় পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে পারবে গরিব পরিবারের মানুষেরা। তাই আপনিও যদি চান প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজই আবেদন করতে পারেন। কিভাবে করবেন? চলুন দেখে নেওয়া যাক পদ্ধতি।
তৈরী হবে ১ কোটি পাকা বাড়ি
যেমনটা জানা যাচ্ছে, আগামী ৫ বছরের মধ্যে সরকার ১ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরী করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর জন্য ১০ লক্ষ কোটি টাকার বাজেট ধার্য্য করা হয়েছে। তবে আগের তুলনায় এখন আবাস যোজনায় আবেদনের পদ্ধতি থেকে নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তাই আবেদনের পূর্বে সমস্ত নিয়ম খুঁটিয়ে দেখে নেওয়া উচিত।
কিভাবে নতুন আবেদন করবেন?
যদি আপনি পঞ্চায়েত এলাকায় থাকেন, তাহলে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে আবাস যোজনায় আবেদন করার জন্য। তবে আপনার বাড়ি যদি শহর এলাকায় বা পৌরসভা এলাকায় হয়ে থাকে তাহলে কমন সার্ভিস সেন্টার বা CSC এর মাধ্যমে আবেদন করা যেতে পারে। এছাড়া আপনি নিজেও চাইলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবাস যোজনার জন্য যোগ্যতা
মূলত দরিদ্র পরিবারের মাথায় ছাদ দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে তাই যাদের আর্থিক পরিস্থিতি খুবই খাড়া তাদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়া হচ্ছে। আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার আয়ের হিসাবের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে। বিস্তারিত জানতে হলে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (https://pmaymis.gov.in) এ চলে যেতে হবে।