শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাস পড়তে না পড়তে একটা জিনিস নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। আর সেটা হল প্যান কার্ড (Permanent Account Number)। কেন্দ্র সরকারের তরফে আনা হচ্ছে PAN 2.0। এই নতুন প্যান কার্ডটা কিভাবে সকলে পাবেন? কিভাবে আবেদন করতে হবে? সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের অন্ত নেই। আপনার মধ্যেও যদি এই সকল প্রশ্ন ঘুরপাক খায় তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে কিভাবে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে এই নতুন প্যান কার্ডটি আপনিও সহজে পেয়ে যেতে পারবেন। তাও কিনা একদম বিনামূল্যে।
PAN 2.0
২০২৪ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্প অনুমোদন করে। এর অধীনে, প্যান নম্বর বিদ্যমান ব্যবহারকারীদের জন্য একই থাকবে, তবে কার্ডটি আপগ্রেড করতে হবে। এর জন্য, যে কোনও প্যান কার্ড ব্যবহারকারী কোনও চার্জ ছাড়াই তার প্যান কার্ড আপগ্রেড করতে পারবেন। এই প্যান 2.0 তে একটি QR কোড থাকবে এবং এটি আগের প্যান কার্ডের চেয়ে আরও উন্নত, আরও সুরক্ষিত হবে বলে দাবি কেন্দ্রের।
নতুন প্যান ২.০ বিনামূল্যে ইমেল আইডিতে আসবে
সবথেকে বড় কথা, ইমেল আইডিতে বিনামূল্যে আসবে প্যান কার্ড, এর জন্য কীভাবে আবেদন করতে হবে জেনে নিন ধাপগুলি।
১. কিউআর কোড সহ একটি নতুন প্যান কার্ড পেতে, আপনাকে এনএসডিএল https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এই লিঙ্কে যাওয়ার পর আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন প্যান কার্ড, প্যান নম্বরের তথ্য, আধার কার্ড, জন্ম তারিখ ইত্যাদি পূরণ করুন যেখানে চাওয়া হবে।
৩. এর পর টিক বক্সে ক্লিক করে সাবমিট করুন।
৪. আপনার সামনে একটি নতুন ওয়েবপেজ ওপেন হবে, যেখানে আপনার তথ্য ভালোভাবে যাচাই করে নিন যাতে কোনও ভুল তথ্য না পাঠানো হয়।
৫. এর পর ওটিপি নেওয়ার অপশনে ক্লিক করতে হবে।
৬. নিবন্ধিত মোবাইলে ওটিপি পূরণ করে যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
৭. পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সংঙ্গে সঙ্গে আপনার নিবন্ধিত ইমেল আইডিতে প্যান কার্ড 2.0 আধ ঘন্টার মধ্যে চলে যাবে।