সৌভিক মুখার্জী, কলকাতা: কয়লা খনিতেই লুকিয়ে রয়েছে সোনা! কারণ, ভারতের কয়লা খনিতে (Indian Coal Mine) এবার মিলতে শুরু করেছে অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ এলিমেন্ট। প্রথমে সন্দেহের পর পরীক্ষা করা হয়। আর এবার নিশ্চিত প্রমাণ মিলেছে যে, কয়লার খনির ওভারবার্ডেনের মধ্যেই লুকিয়ে রয়েছে সবথেকে চাহিদা সম্পন্ন উপাদান স্ক্যান্ডিয়াম ও স্ট্রনটিয়াম। ফলে ভারতের বৈশ্বিক খনিজ বাজার যে আরও একধাপ এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
খনিজ শিল্পে আত্মনির্ভর হচ্ছে ভারত
আসলে এই আবিষ্কার শুধুমাত্র একা ভারতের খনিজ শিল্পে নয়, বরং ভারতের ন্যাশনাল ক্রিটিকাল মিনারেল মিশনের অন্তর্গত বিরাট পরিকল্পনারও অংশ। আর এর লক্ষ্য একটাই—বিদেশের উপর নির্ভর না করে দেশীয় মূল্যবান খনিজ সম্পদ থেকে রেয়ার আর্থ উৎপাদন করা।
SCCL-র চেয়ারম্যান এন বালরাম এ বিষয়ে জানিয়েছেন যে, সতুপল্লি ও রামাগুণ্ডম খনি থেকে 15 টন কাদায় 1 কেজি স্ক্যান্ডিয়াম ও স্ট্রনটিয়াম পাওয়া গিয়েছে। আর আগামী আগস্ট মাস থেকেই এই উপাদানগুলির বাণিজ্যিক সরবরাহ শুরু হবে বলেই বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে।
কী কাজে লাগে এই রেয়ার আর্থ?
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা যাচ্ছে, স্ক্যান্ডিয়াম মূলত বিমান নির্মাণ, ফুয়েল সেল, হাই-পারফরম্যান্স স্পোর্টস গিয়ারে ব্যবহৃত হয়। আর স্ট্রনটিয়াম মূলত দরকার পড়ে চুম্বক তৈরি, ঔষধ তৈরি, ভ্যাকুয়াম সিস্টেম এবং পুরনো ক্যাথোড-রে টিউব তৈরিতে।
আর এই উপাদানগুলি বিদেশ থেকে আগে আমদানি করতে হত। বিশেষ করে চিন থেকে। এমনকি গোটা বিশ্বের 60% রেয়ার আর্থের চাহিদা পূরণ চিন। তবে সম্প্রতি বেজিং এই রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় ভারতের অবস্থা টালমাটাল। আর সেই চ্যালেঞ্জের মোকাবেলায় ভারতের নতুন আবিষ্কার কার্যত আশার আলো হয়ে উঠতে পারে।
আরও পড়ুনঃ নতুন গোষ্ঠী তৈরি করে ভারতকে ফাঁদে ফেলতে চাইছে চিন! ইন্ধন যোগাচ্ছে ইউনূসের বাংলাদেশ
ভারতের রেয়ার আর্থের সম্ভাবনা ঠিক কতটা?
জানা যাচ্ছে, চিনে বর্তমানে 44 মিলিয়ন টন রেয়ার আর্থ জমা রয়েছে। আর ব্রাজিলে রয়েছে প্রায় 21 মিলিয়ন টন। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ভারত এবার এই তালিকার তৃতীয় স্থানে চলে এসেছে। হ্যাঁ, ভারতেও প্রায় 6.9 মিলিয়ন টন রেয়ার আর্থের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এক রিপোর্ট বলছে যে, বিশ্বের এক তৃতীয়াংশ বালুময় খনিজ জমা হয়েছে ভারতেই। আর এগুলি রেয়ার আর্থ আহরণে ব্যবহার করা যেতে পারে। এখন দেখার, ভারতের খনিজ শিল্প কোথায় গিয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |