হঠাৎ UAE, সৌদি আরব থেকে ভারতে ঢুকছে কাড়ি কাড়ি টাকা! কারণ জানলে ঢোক গিলবেন

Published:

huge money suddenly flowing into India from Saudi Arabia, UAE?
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ কী হল? সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ভারতে আসছে কাড়ি কাড়ি টাকা। কিন্তু কেন? আচমকা কেনই বা ভারতে টাকা ঢালছে দেশগুলি? আদতে বিষয়টা তেমন নয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE ও সৌদি আরবে কর্মরত প্রবাসী ভারতীয়রা হঠাৎ দেশে টাকা পাঠাতে শুরু করেছেন। কিন্তু এর নেপথ্যে কোন কারণ? তা জানাতেই আজকের এই প্রতিবেদন।

কেন ভারতে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা?

সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা AED-র তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ভারতীয় মুদ্রা রুপি। জানা যাচ্ছে বর্তমানে, আরব আমিরাতের মুদ্রা অর্থাৎ 1 AED সমান ভারতীয় রুপিতে 23.43 টাকা পাওয়া যাচ্ছে। অন্যদিকে বহু আগে থেকেই সৌদি রিয়ালের মূল্য ভারতীয় রুপি তুলনায় অনেকটাই বেশি।

ফলত, সেই কারণেই সৌদি আরব ও আরব আমিরাতে কর্মরত ভারতীয় প্রবাসীরা রুপির মূল্য হ্রাসের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। তাই সৌদি আরব ও আরব আমিরাত থেকে ভারতীয় পরিবারে ঢুকছে গাদাগুচ্ছের অর্থ। এর কারণ একটাই, সৌদি আরব বা আরব আমিরাতে রোজগারের অর্থ ভারতীয় মুদ্রায় অনেক বেশি হবে, তাই তড়িঘড়ি ভারতীয় রুপি’র মূল্য কমতেই দেশের ব্যাঙ্কে অর্থ জমাতে শুরু করেছেন প্রবাসীরা।

এ প্রসঙ্গে, মুদ্রা বিনিময় সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব ও আরব আমিরাতে কর্মরত প্রবাসী ভারতীয়রা আর মূল্য হ্রাসের অপেক্ষা করছেন না। বর্তমানে যার কাছে যতটুকু সম্বল আছে প্রায় সবটাই পাঠিয়ে দিচ্ছেন ভারতে। ওই কর্মকর্তার দাবি, ভারতীয় রুপি’র মূল্য কমে যাওয়ায় এটাই প্রবাসীদের কাছে আমানত জমানোর সেরা সময়। তাই হঠাৎ করেই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে আসতে শুরু করেছে বিদেশি অর্থ।

জুন মাসে রেমিট্যান্স কমার বদলে বেড়েছে

সাধারণত পূর্বের নিয়ম অনুযায়ী, জুন মাসে গ্রীষ্মকালীন নানান ছুটির কারণে সাধারণ মানুষ ভ্রমণ, কেনাকাটা সহ অন্যান্য খরচে ব্যস্ত থাকেন। আর সেই সময়েই রেমিট্যান্স- এর পরিমাণ অনেকটাই কমে যায়। তবে চলতি জুন মাসে রুপি’র মূল্য হ্রাস বা চরম দুর্বলতা সেই প্রচলিত ধারা ভেঙে দিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, আগামী সোমবার পর্যন্ত এই প্রবাহ স্থিতিশীল থাকবে। তবে এরপরও, যদি ভারতীয় রুপির মূল্য আরও কমে সেক্ষেত্রে প্রবাসীরা দ্বিগুণ সুবিধা পেয়ে যাবেন বলেই মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ।

অবশ্যই পড়ুন: নয়া পদ্ধতিতে কোটি কোটি টাকার বিদ্যুৎ খরচ বাঁচাল কলকাতা মেট্রো! জানালে খুশি হবেন

উল্লেখ্য, বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ট্রাম্পের সিদ্ধান্তে ইরান ও ইজরায়েলের মধ্যে মুখে যুদ্ধ বিরতি ঘোষিত হয়েছে ঠিকই, তবে আগামী দিনে সেই যুদ্ধ বিরতি লঙ্ঘিত হবে না তাকিয়ে বলতে পারে! সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও বিশ্বের অপ্রীতিকর পরিস্থিতির মাঝে রেমিট্যান্স বৃদ্ধির বিষয়টিকে আসলে অলৌকিক ভঙ্গিতেই দেখছেন বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join