Indiahood-nabobarsho

কামাল খড়্গপুর IIT-র প্রাক্তনীর, 2024-র গ্লোবাল প্রভাবশালী ভারতীয়র তালিকায় দ্বিতীয়, প্রথম কে?

Published on:

hsbc released list of global indian influencial persons list

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সাফল্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকাতে যেমন ভারতীয়দের নাম রয়েছে তেমনি প্রভাবশালীদের তালিকাতেও আছে বেশ কিছু নাম। সম্প্রতি এইচএসবিসি এর তরফ থেকে বিশ্বের প্রভাবশালী ভারতীয়দের নামের তালিকা (Hurun Global Influential Indian List 2024) প্রকাশ করা হয়েছে। সেখানে কে পেল সেরা স্থান? আর কাদের নাম উঠল লিস্ট? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এইচএসবিসি বিশ্বের প্রভাবশালী ভারতীয়দের তালিকা | HSBC Hurun Global Influential Indian List 2024

গোটা বিশ্বে যে সমস্ত ভারতীয়রা নিজেদের কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কুর্নিশ জানানোর জন্যই এই লিস্ট প্রকাশিত হয়েছে। যেখানে রয়েছেন খড়্গপুর IIT এর একপ্রাক্তনীও। হ্যাঁ হয়তো ঠিকই আন্দাজ করেছেন আপনি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক নামগুলি।

সত্য নাদেলা : এই তালিকায়  সবার প্রথমেই যার নাম রয়েছে তিনি হলেন মাইক্রোসফটের চেয়ারম্যান তথা CEO সত্য নাদেলা। তাঁর জন্ম হয়েছিল হায়দ্রাবাদে, পড়াশোনা করেছিলেন কর্ণাটকের মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির থেকে। এইচএসবিসি এর প্রকাশিত লিস্টে মোট ২২৬টি নামের মধ্যে সবার শীর্যে রয়েছে সত্য নাদেলার নামটি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সুন্দর পিচাই : নামটাই যথেষ্ট তাঁকে চেনার জন্য। হ্যাঁ ঠিকই ধরেছেন খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই বর্তমানে ২.৪৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগুলের সিইও পদে রয়েছেন। বিশ্বের প্রভাবশালী ভারতীয়দের তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছে তাঁর নাম।

নীল মহান : অনেকেই হয়তো নীল মোহনকে সেভাবে চেনেন না। তাই জানিয়ে রেখেই তিনি হলেন জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবের সিইও। বর্তমানে তাঁর কোম্পানির ভ্যালু ৪৫৫ বিলিয়ন ডলার। গ্লোবাল প্রভাবশালী ভারতীয়দের তালিকায় তৃতীয় নাম্বারে নাম রয়েছে তাঁর।

থমাস কুরিয়ন : লিস্টে চতুর্থ ভারতীয়  হলেন থমাস কুরিয়ন। যিনি বর্তমানে গুগুল ক্লাউডে কাজ করেন। বর্তমানে যার ভ্যালু প্রায় ৩৫৩ বিলিয়ন মার্কিন ডলার। থমাস ভারতের কেরালা রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে আইআইটি মাড্রাস থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমাইন তিনি আমেরিকায় থাকেন।

আরও পড়ুনঃ চালু হচ্ছে শিয়ালদহ টু এনজেপি বন্দে ভারত, কখন ছাড়বে? দেখুন ভাড়া সহ টাইমটেবিল

সঞ্জীব লাম্বা : তালিকায় বিশ্বের পঞ্চম প্রভাবশালী ভারতীয় হলেন শান্তনু নারায়ণ। ভাবছেন কে তিনি? তাহলে জেনে রাখুন বিশ্বব্যাপী জনপ্রিয় সফ্টওয়ার ‘Adobe’ এর সিইও পদে রয়েছেন তিনি। তাঁর কোম্পানির বর্তমান ভ্যালু প্রায় ৩৫৩ বিলিয়ন ইউএস ডলার।

এছাড়াও এই তালিকায় নাম রয়েছে সঞ্জীব লম্বা, অরবিন্দ কৃষ্ণা ও বিমল কাপুরের মত নাম। প্রত্যেকেই নিজেদের মত করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ও ভারতের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group