পিছিয়ে গেল ট্রায়াল! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নিয়ে দুঃসংবাদ

Published on:

Updated on:

Hydrogen train trial suspended due to infrastructure issues

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলপথে হাইড্রোজেন ট্রেনের ট্রায়ালে (Hydrogen Train Trial) বাধা। সূত্রের খবর, পরিকাঠামোগত ঘাটতির কারণে হরিয়ানার জিন্দ-সেনাপতি রুটে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল সম্ভব নয়, তাই আপাতত বহু প্রতীক্ষিত হাইড্রোজেন ট্রেন পরীক্ষা স্থগিত রেখেছে ভারতীয় রেল। সূত্র বলছে, সোমবার নয়া দিল্লির বিভাগীয় রেলওয়ের প্রধান ব্যবস্থাপক পুষ্পেশ রমন ত্রিপাঠি হরিয়ানার জিন্দ ও নারায়ওনা স্টেশন পরিদর্শনে যান। আর সেখানে পৌঁছেই, হাইড্রোজেন ট্রেন চালু করার আগে বিশেষ কয়েকটি বিষয়ে মনোযোগী হওয়ার কথা বলেছেন রেলের এই উচ্চ আধিকারিক।

কেন পিছিয়ে গেল হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল?

সূত্র বলছে, জিন্দ রেলওয়ে স্টেশনে অবস্থিত হাইড্রোজেন প্লান্টে জলের অভাব থাকায় এখনই হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক কর্মসূচি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় রেলের প্রধান ব্যবস্থাপক ত্রিপাঠি।

জানা গিয়েছে, পর্যাপ্ত হাইড্রোজেন তৈরি করতে জিন্দ স্টেশনের ওই প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে 4 হাজার লিটার জলের প্রয়োজন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা, পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা সেখানে নেই। সোমবার হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল পর্ব শুরুর আগে জিন্দ স্টেশন পরিদর্শনে গিয়ে অবিলম্বে এই সমস্যাটি সমাধানের নির্দেশ দেন ত্রিপাঠি।

কবে নাগাদ হবে ট্রায়াল?

বেশ কয়টি সূত্র মারফত খবর, হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে হাইড্রোজেন তৈরির জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকায় ট্রেনের ট্রায়াল এখনই সম্ভব হচ্ছে না। পরিদর্শক ত্রিপাঠি কর্মকর্তাদের নিশ্চিত করেছেন, মূলত পর্যাপ্ত জলের সরবরাহ না থাকা ও নানান প্রযুক্তিগত ত্রুটির কারণে অনির্দিষ্টকালের জন্য হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল স্থগিত রাখা হল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যদিও রেল কর্মকর্তাদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী মে মাসের 20 তারিখের মধ্যে হাইড্রোজেন তৈরির জন্য জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। সম্ভবত তার পরই ভারতের রেলপথে শুরু হতে পারে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল।

প্রসঙ্গত, সোমবার হাইড্রোজেন প্ল্যান পরিদর্শনের সময় নিরাপত্তা জড়িত একাধিক সমস্যা দেখা দেয়। ফলত, কর্মকর্তাদের উদ্দেশ্যে ত্রিপাঠি বলেন, ভবিষ্যতে যদি লিকেজ জনিত বিস্ফোরণ বা আগুন লাগার মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে কী হবে? অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা কোথায়? উত্তরে কর্মকর্তারা আশ্বস্ত করেন, অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা করার জন্য ফায়ার হাইড্রেন্ট গুলি বসানো হয়েছে।

অবশ্যই পড়ুন: চোট কাটিয়ে IPL খেলতে নামছেন উমরান! KKR নয়, মাঠে নামতে পারেন অন্য দলের হয়ে

পাশাপাশি বিস্ফোরণের ক্ষেত্রে কর্মীদের দ্রুত অ্যালার্ট করার জন্য লাগানো হয়েছে অ্যালার্ম সিস্টেমও। সব মিলিয়ে, নিরাপত্তা জনিত যাবতীয় অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে রেলের কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত কবে নাগাদ হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে তা জানা যাবে সময়ের সাথে সাথে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥