মন্দিরে ঢুকে ‘আল্লাহ হু আকবর’ স্লোগান, দেবমূর্তির দিকে জুতো ছোঁড়া! আটক অবৈধ বাংলাদেশী

Published:

Bengaluru
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মন্দিরে ঢুকে অন্য ধর্মের স্লোগান দেওয়ার অভিযোগে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা যাচ্ছে, ওই অভিযুক্ত ব্যক্তির নাম কবীর মন্ডল। সে বেঙ্গালুরুর (Bengaluru) মারাঠাহল্লির কাছে দেবরবিসনহল্লি এলাকায় অবৈধভাবেই থাকছিল আর অপরাধমূলক কাজকর্ম করে বেড়াত।

মন্দিরে ঢুকে ‘আল্লাহ হু আকবর’ ধ্বনি!

সূত্র অনুযায়ী, মঙ্গলবার সকালে ভেনুগোপাল মন্দিরে হঠাৎ করে ঢুকে পড়ে ওই কবীর মন্ডল নামের অভিযুক্ত। তারপর জোরে জোরে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করতে থাকে। এমনকি সে মন্দিরের প্রবেশদ্বারে রাখা দেব মূর্তিগুলোর দিকে জুতা ছুঁড়ে মারার চেষ্টা করেছে। আর এই আচরণ দেখেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরেই ক্ষুব্ধ আমজনতা তাকে ধরে মন্দিরের বাইরে একটি খুটির সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পাওয়া মাত্রই মারাঠাহল্লি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবীর মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। একই সঙ্গে যারা অভিযুক্তকে মারধর করেছিল তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ওই ধৃতের আসল পরিচয় এবং নাগরিকত্ব যাচাই করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে খবর, সে বাংলাদেশের নাগরিক। কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করছিল।

স্থানীয় বাসিন্দারা বলছে, হঠাৎ করেই মন্দিরে ঢুকে ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে স্লোগান দিতে শুরু করে। এমনকি দেবমূর্তির দিকে জুতো ছুঁড়ে মারতে থাকে। আমরা বাধা দিলে সে মন্দির ভাঙ্গার হুমকি দেয়। তবে পুলিশ জানিয়েছে, ওই যুবক কেন এমন কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসা করার সময় সে বেশ অস্পষ্ট এবং এলোমেলোভাবে কথা বলছিল। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বাকিটা সময়েই বলা যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join