দ্বিগুণ হবে বেতন, মিলবে মোটা পেনশনও? DA নিয়ে নয়া আপডেট

Published on:

salary hike

প্রীতি পোদ্দার, দিল্লি: চলতি বছর দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক দফা মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধির কথা ঘোষণা করার কথা ছিল কেন্দ্র সরকারের। আর সেই ঘোষণা করা হল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। প্রায় একধাক্কায় ৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয় DA এর পরিমাণ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। আর এই DA বৃদ্ধির মাঝেই আরও এক সুখবর উঠে এল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

8th pay commission নিয়ে বড় আপডেট

জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে অষ্টম পে কমিশন কার্যকারী হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। আর এই নয়া এই কমিশন কার্যকর হলেই প্রায় দ্বিগুণ হবে বেতন, বাড়বে পেনশনও। এমনটাই দাবি করছে সমীক্ষা। কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫,৭৫০ টাকার অধিক। এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় পরিবর্তন আসতে চলেছে।

এর আগে ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল সরকারী কর্মীদের তরফ থেকে। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। এর বদলে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল। তবে এবার ফিটমেন্ট ফ্যাক্টর নয় বড় দাবি তুলল কর্মী সংগঠন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেতন ছাড়াবে ৫০ এর গণ্ডি

সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সরকারি কর্মীদের প্রতিনিধিদের। এই আবহে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্র দাবি করলেন, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা উচিত। অর্থাৎ ২.৫৭ থেকে ৩.৬৮ পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর। যার ফলে বেতনের পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে ২০২৬ সালে বেসিক পে হবে ১৮ হাজার থেকে ৩৪ হাজার ৫৬০ টাকা। আর সব মিলিয়ে বেসিক পে ও বাকি অ্যালাউন্স মিলে ৫০ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে বেতন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group