প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে ভারত এবং পাকিস্তানের সংঘাত (India Pakistan Tension) যেন আরও ভয়ংকর রূপ ধারণ করছে। গত ১০ মে, শনিবার, বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে বিকেল পাঁচটার পর থেকে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু পাকিস্তান কিছুতেই যেন থামতে চায় না। ঘোষণার পরমুহুর্তেই শনিবার রাত আটটা নাগাদ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় শোনা গিয়েছিল গুলির আওয়াজ।
নিরাপত্তার স্বার্থে ১০ টি কৃত্রিম উপগ্রহ
যদিও এই ঘটনায় চুপ করে থাকেনি ভারতীয় সেনাবাহিনী। প্রত্যাঘাতে পাল্টা হামলা চালিয়েছিল তাঁরাও। নানাভাবে দেশের জনসাধারণকে সুরক্ষা প্রদান করতে রীতিমত রুদ্ররুপ ধারণ করেছে ভারত। আর এই যুদ্ধের সমারোহে এবার ভারতীয় সেনাদের আরও শক্তিশালী করে তুলতে পাশে এসে দাঁড়াল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO। দেশবাসীর সুরক্ষা আরও বেশি করে সুনিশ্চিত করতে এবং প্রতিবেশী দেশের শত্রুতার খবর আগে ভাগে জানতে বড় ভূমিকা পালন করছে ভারতের এই বৈজ্ঞানিক সংস্থা। তাইতো প্রায় ১০ টি কৃত্রিম উপগ্রহ মূলত দেশবাসীর নিরাপত্তার স্বার্থে সর্বক্ষণ নজরদারির জন্য চালনা করা হচ্ছে। এমনই তথ্য জানালো ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।
ভারতের সেনাবাহিনীর পাশে ISRO
সূত্রের খবর, গতকাল, রবিবার, আগরতলায় কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের (CAU) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সেখানে তিনি বলেন, ”আমরা জানি প্রতিবেশী দেশ কেমন। তাই দেশ এবং দেশবাসীর সুরক্ষা আমাদের কাছে আগে। তাই তাঁদের সুরক্ষার্থে আমাদের ১০ টি স্যাটেলাইট সারাক্ষণ কাজ করে চলেছে। নির্দিষ্ট সময় ধরে নজরদারি চালাচ্ছে সেই সকল কৃত্রিম উপগ্রহগুলি।”
কী বলছেন ISRO চেয়ারম্যান?
এছাড়াও গতকাল ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন আরও জানিয়েছেন যে, ” আমরা জানি, স্যাটেলাইটের নজরদারি এবং ড্রোন প্রযুক্তি ছাড়া এই কাজে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়। সমুদ্র তীরের ৭০০০ কিলোমিটার দীর্ঘ এলাকা নজরে রেখেছে কৃত্রিম উপগ্রহগুলি। তবে এই স্যাটেলাইটগুলির মূল ফোকাস দেশের উত্তরাংশে করা হয়েছে।” শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ISRO ১২৭টি ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ করেছে। যার মধ্যে কেবল সরকার পরিচালিত মিশনই নয়, বরং বেসরকারি কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা তৈরি উপগ্রহও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ এবার দুই ভয়ঙ্কর বিদেশি ফুটবলারের সাথে চুক্তি পাকা ইস্টবেঙ্গলের, তালিকায় এক ব্রাজিলিয়ান
প্রসঙ্গত, গর মঙ্গলবার, ভারতীয় সেনা পহেলগাঁও ঘটনার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’-সহ পাকিস্তানের প্রত্যেকটি হামলার ঘটনার প্রতিটি পদক্ষেপ ও তার অভিঘাতের প্রমাণ স্বরূপ স্যাটেলাইট চিত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে ISRO। এমনকী, ‘অপারেশন সিঁদুর’-এ যে শুধু জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করা হয়েছিল সে প্রমাণও ভারত স্যাটেলাইট ছবির মাধ্যমেই গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। তাই এককথায় বলা যায় ভারত এবং পাকিস্তান সংঘাতে ভারতের এই গুরুত্বপূর্ণ অবস্থান ও স্ট্র্যাটেজির পিছনে অন্যতম ভূমিকা পালন করে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ISRO স্যাটেলাইট।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |