ভয়ানক বিস্ফোরণ, কাশ্মীরে উড়ল পহেলগাঁও হামলায় যুক্ত দুই জঙ্গির বাড়ি

Published on:

Pahalgam

প্রীতি পোদ্দার, কলকাতা: পহেলগাঁও-এ (Pahalgam) জঙ্গি হামলা রীতিমত কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীকে। মৃত্যু হয়েছে ২৬ জনের, যাদের মধ্যে বেশিরভাগই ছিল পর্যটক। আর এই নারকীয় হত্যালীলার আবহে গত বৃহস্পতিবার রাত থেকে গোলাগুলি শুরু হয়েছে জম্মু-কাশ্মীর সীমান্তে। পাকিস্তানি সেনাদের তরফ থেকে কয়েকটি ভারতীয় পোস্টে এলোপাথাড়ি গুলি ছোড়ার খবর উঠে এসেছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এরই মধ্যে পহেলগাঁও- এ ভয়াবহ জঙ্গি হামলার মূল অভিযুক্ত লস্কর-ই-তৈবার জঙ্গি আসিফ শেখের উড়ে গেল বিস্ফোরণে।

ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ি!

গত ২২ এপ্রিলে পহেলগাঁও-এর বৈসরণে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ নিরীহ পর্যটকের। আর সেই হামলায় সন্দেহভাজন হিসেবে উঠে আসে আদিল হুসেন ঠোকর ওরফে আদিল গুড়ি এবং আসিফ শেখের নাম। এই দুই সন্দেহভাজনই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়। আর এই দুই সন্ত্রাসবাদীর খোঁজ করতে গিয়েই এক বড় অঘটন ঘটল। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিপদ বুঝে দ্রুত সরে যেতেই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি।

অল্পের জন্য বেঁচে ফিরল সেনারা

তবে গোটা ঘটনা যে সেনা বাহিনীকে ফাঁদে ফেলার চক্রান্ত এবং পরিকল্পিত, তা সম্পূর্ণ বুঝতে পেরেই অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান সেনা আধিকারিকরা। এইমুহুর্তে আসিফের খোঁজে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে আজ অর্থাৎ শুক্রবার, পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে প্রথমেই যাবেন শ্রীনগরে এবং উচ্চপদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যেখানে নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছে, সেই ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান।

আরও পড়ুনঃ ‘ছেলেকে ফিরিয়ে আনুন’, সরকারের কাছে কাতর আর্জি BSF জওয়ানের বাবার

এদিকে কাশ্মীরের পর্যটন যখন ধীরে ধীরে নিজের অস্তিত্ব ফিরে পাচ্ছিল তখনই পহেলগাঁও-এর জঙ্গি হামলা কাশ্মীরের পর্যটনকে ফের খাদের কিনারায় এনে ফেলল ৷ পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনায় দেশবাসীর মনে তৈরি হয়েছে আতঙ্ক এবং ভয়। ক্ষতির সম্মুখীন দেশ-বিদেশের পর্যটন ব্যবসায়ীরাও। যার দরুন পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়ীরাও৷ কেউ টাকা ফেরত চাইছেন, তো কেউ কাশ্মীরের বদলে অন্য কোনও জায়গায় যেতে চাইছেন। এদিকে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিংয়ের কাজ প্রায় শেষ তাই এই পরিস্থিতিতে কী হবে, তা ভেবেই মাথায় হাত বাংলার পর্যটন ব্যবসায়ীদের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥