Indiahood-nabobarsho

বাণিজ্যে প্রত্যাঘাত! পাকিস্তান থেকে সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করল ভারত

Published on:

India bans import of goods from Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার জের, এবার পাকিস্তানের (Pakistan) প্রতি আরও কঠোর হল ভারত। প্রথমে সিন্ধু চুক্তি থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের মতো একাধিক সিদ্ধান্তের পর এবার অবশেষে পাকিস্তান থেকে সমস্ত ধরনের পণ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমদানি নিষিদ্ধ করে দিল কেন্দ্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় সিদ্ধান্ত

কাশ্মীরের মাটিতে 26 জন নিরাপরাধ ভারতীয়কে বেছে বেছে হত্যা করেছে পাক মদদপুষ্ঠ সন্ত্রাসীরা। আর এই ঘটনার পরই, প্রধানমন্ত্রী কার্যত হুঙ্কার ছেড়েছিলেন, অপরাধের সাথে যুক্ত কাউকে রেয়াদ করা হবে না। সেই মতো, পাকিস্তানের সাথে কূটনৈতিক ক্ষেত্রে একাধিক সম্পর্ক ছিন্ন করেছিল দিল্লি।

পাক নাগরিকদের ভিসা বাতিল থেকে শুরু করে, সিন্ধু জল বন্টন যুক্তি বাতিল, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের মতো একাধিক কড়া সিদ্ধান্তে পা বাড়িয়েছিল দিল্লি। সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে গোড়া থেকে শায়েস্তা করতে একের পর এক কঠোর পদক্ষেপের পর অবশেষে জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে পাকিস্তান থেকে সমস্ত রকমের পণ্য আমদানি পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

সদ্য বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করার সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি কিংবা পরিবহন আপাতত নিষিদ্ধ করা হল। এর অর্থ পাকিস্তানের পাশাপাশি ভারতও ওদেশ থেকে আর কিছুই আমদানি করবে না। জাতীয় বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মূলত দেশের নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অবশ্যই পড়ুন: রাজস্থান ম্যাচে বাদ পড়ছেন KKR-র ২৩.৭৫ কোটির প্লেয়ার! কথা দিয়ে ফেললেন রাহানে

পাকিস্তান থেকে কী কী আমদানি করতো ভারত?

প্রতিবেশী হওয়ার সুবাদে, প্রতিমুহূর্তে ভারত থেকে প্রয়োজনীয় দামি ওষুধ, মুরগির খাবার, মশলা, পেঁয়াজ, চিনি, নুন, স্টিল, কফি, একাধিক অটো পার্টস সহ অন্যান্য বহু প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে থাকে পাকিস্তান। একইভাবে ভারতের তরফেও পাকিস্তান থেকে খেজুর, ড্রাই ফ্রুট, জিপসাম, সিমেন্ট, রক সল্ট ছাড়াও বিভিন্ন ধরনের হার্ব ও মাঝেমধ্যে চাল ও গমও আমদানি করা হতো। কিছু কিছু ক্ষেত্রে সুতির শাল ও চাদর আসতো পাক মুলুক থেকে। তবে কেন্দ্রের সিদ্ধান্তে আপাতত সেই আমদানি বন্ধ হয়ে গেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group