মেঘফাটা বৃষ্টি উত্তরাখণ্ডে, ভেসে গিয়েছে ভারত-চিন সেতু! প্রাণহানির আশঙ্খা অনেক

Published on:

Uttarakhand Cloudburst

সৌভিক মুখার্জী, কলকাতা: লাগাতার বর্ষণে বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand Cloudburst)। পাহাড়ি রাজ্যের চামোলি জেলায় রবিবার গভীর রাতে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, রাত দুটো নাগাদ জ্যোতির্মঠ-মালারী হাইওয়ের তামক এলাকায় তীব্র স্রোতে ভেসে গিয়েছে এক গুরুত্বপূর্ণ সেতু।

জানা গিয়েছে, নদীর উত্তাল জল বাঁধ ভেঙে যাওয়াতেই ওই সেতুটি তলিয়ে গিয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই সেতুটি ছিল ভারত-চীন সীমান্তে পৌঁছনোর একমাত্র পথ। ফলে মুহূর্তের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপত্যকার একাধিক সীমান্ত গ্রামের সঙ্গে।

ধৌলিগঙ্গা নদীতীরে ভয়াবহ দৃশ্য

স্থানীয় রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে, এই ঘটনাটি ধৌলিগঙ্গা নদীর ধারে ঘটেছে, যা অলকানন্দার একটি উপনদী। প্রশাসন বলছে, কোনো প্রাণহানির খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। শুধুমাত্র সেতু নয়, বরং পাশাপাশি থাকা ব্রিজ সংলগ্ন বিআরও সড়কের একটি অংশও ভেঙে গিয়েছে। আর এর ফলে সীমান্তের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

এদিকে ভারী বর্ষণ ও ধারাবাহিক ধ্বসের ফলে রাজ্যের একাধিক জাতীয় সড়কে বিপর্যস্ত অবস্থা। চামোলি ও জ্যোতির্মঠের মধ্যে ভানিরপাণি ও পাগলানালায় ধ্বস নামায় বদ্রীনাথ ন্যাশনাল হাইওয়ে বন্ধ রয়েছে। পাশাপাশি কেদারনাথ যাত্রাপথে বৈরাগনা এলাকায় ধ্বস নামার কারণে কুন্দ-চামোলি ন্যাশনাল হাইওয়েতে যান চলাচল বন্ধ। পাশাপাশি উত্তরকাশীতে যমুনোত্রী ধামের যাত্রাপথও বিপদের মুখে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ঘটছে একের পর এক হড়পা বান

বলাবাহুল্য, রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলা এই বৃষ্টির তাণ্ডবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ডেওয়াল এলাকার মপাটায় ভয়ংকর হড়পা বানে দু’জন নিখোঁজ। এমনকি একটি বাড়ি ধ্বসে পড়ায় আহত এক দম্পতিকে থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 15 থেকে 20টি গবাদি পশু চাপা পড়ে মরে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে রুদ্রপ্রয়াগের অলকানন্দ নদী বিপদসীমা ছাড়িয়েছে। বহু বাড়ি জলের তলায় ডুবে যায়, এমনকি হনুমান মন্দিরও জলে ভেসে যায়। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দুর্গাপুর থেকে ফেরার পথে ডোমজুড়ে ট্রাকের ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদার

তবে এখনো পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আর 11 জন মতো নিখোঁজ। প্রশাসন দ্রুত উদ্ধারকার্য চালাচ্ছে এবং ত্রাণ বিলি করা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥