বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের পর বছর ধরে নানান যুদ্ধের কারণে বেহাল আফ্রিকা। এবার সেই মহাদেশটিতেই গড়ে উঠতে চলেছে ভারতের প্রথম অস্ত্র তৈরির কারখানা (India Defence Factory)। News On Air.Gov.In এর রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই মরক্কো সফরে যাচ্ছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই টাটার তৈরি অস্ত্র কারখানা উদ্বোধন করে নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি।
মরক্কোর সাথে বড় চুক্তি হতে পারে ভারতের
বিদেশি শক্তির দাপটে দীর্ণ আফ্রিকা। সেই মহাদেশেরই অন্যতম পরিচিত রাষ্ট্র মরক্কোর সাথে দুর্দান্ত সম্পর্ক রয়েছে ভারতের। 2015 সালে মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পরই ভারত এবং মরক্কোর সম্পর্কে জোয়ার আসে। এরপর থেকেই ক্রমশ বাড়তে থাকে সখ্যতা। সেই সূত্র ধরেই, চলতি বছর প্রথমবারের মতো উত্তর আফ্রিকার এই দেশে সফর করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের যাত্রাকে নতুন দিশা দেখাবে প্রতিরক্ষা মন্ত্রীর মরক্কো সফর। বিশ্লেষক মহলের মতে, মরক্কোয় ভারতের প্রথম অস্ত্র উদ্বোধন হয়ে গেলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রতিরক্ষা সহযোগিতা ঐতিহাসিক মাত্রা পাবে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রীর মরক্কো সফরেই ভারত এবং আফ্রিকার এই দেশটির মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার হাত ধরে আগামীতে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, প্রয়োজনীয় তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগের রাস্তাটা আরও মসৃণ হবে।
আফ্রিকার মাটিতে ভারতের প্রথম অস্ত্র কারখানায় কী তৈরি হবে?
বিদেশি শক্তির উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে অনেক আগেই হেঁটেছে ভারত। তাই তো পেশী শক্তির তোয়াক্কা করে না নয়া দিল্লি। ভবিষ্যতে যুদ্ধে নামার আগে সেনাবাহিনীকে যাতে দ্বিতীয় চিন্তা করতে না হয় সেজন্য ইতিমধ্যেই বিমানবাহী রণতরী, দুর্দান্ত সব মিসাইল, তেজস, দেশে তৈরি ব্রহ্মস সহ অন্যান্য অস্ত্র উৎপাদনের উপর বিশেষ জোর দিয়েছে নয়া দিল্লি। এবার সেইসব অস্ত্র নিয়েই বিশ্ব বাজারে তাক লাগাতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
বলে রাখি, মরক্কোর বেরশিদে তৈরি হয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেম ম্যারোক এর নতুন অস্ত্র কারখানা। যা খুব শীঘ্রই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে উদ্বোধন করা হবে। রিপোর্ট যা বলছে, আফ্রিকার মাটিতে ভারতের প্রথম অস্ত্র কারখানায় হুইলড আমার্ড প্ল্যাটফর্ম বা সাঁজোয়া গাড়ি উৎপাদন করা হবে। বিশেষজ্ঞ মহলের দাবি, এই এক কারখানা দিয়েই বিশ্ববাজারে আত্মনির্ভরতার আলো ছড়িয়ে দেবে ভারত।
অবশ্যই পড়ুন: আর চিন্তা নেই! সম্পূর্ণ বিনামূল্যে দেখুন আজকের ভারত-পাক ম্যাচ, রইল উপায়
উল্লেখ্য, গত জুলাইয়ে 5 দেশ সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তালিকায় ছিল আফ্রিকার ঘানা এবং নামিবিয়াও। এই সফরকালে মূলত বিরল খনিজ সম্পদ, সন্ত্রাস দমনে সহযোগিতা এবং দক্ষিণী সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, মোদির এই সফর থেকেই বোঝা গিয়েছিল জেট নিরপেক্ষতা এবং অ্যাক্ট ইস্ট পলিসিকে সাথে নিয়েই আফ্রিকার দিকে ক্রমশ এগোচ্ছে ভারত। এবার তারই প্রমাণ মিলতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রীর মরক্কো সফরে।
শোনা যাচ্ছে, এই সফরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আবেদলতিফ লৌদিয়ির সাথে সাক্ষাতের পর দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন রাজনাথ। সেখানেই, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং শিল্প সহযোগিতার কৌশলগত সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে।