ভ্যাবাচ্যাকা খাবে পাকিস্তানের যুদ্ধ বিমান, সীমান্তে মোক্ষম খেল দেখাল ভারত

Published:

India deploys High frequency jamming system against Pakistan on border
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সীমান্তে উড়ে বেড়াচ্ছে পাক যুদ্ধবিমান! মূলত ভারতকে চমকাতে বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে সীমান্ত আকাশে পাক খাওয়াচ্ছে পাকিস্তান (Pakistan)! সূত্রের যা খবর, সেই সব পাক যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে উচ্চ শক্তিশালী F-26 বিমানও। এমতবস্থায়, ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে? কখনই না। পাকিস্তানের বাড়বাড়ন্ত রুখতে বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল দিল্লি।

পাকিস্তানের আকাশে যুদ্ধবিমান দেখেই বড় পদক্ষেপ ভারতের

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, যুদ্ধ যুদ্ধ জিগির তুলে সীমান্ত আকাশে শক্তিশালী যুদ্ধবিমান New SAAB 2000-Based Airborne Early Warning And Control(AEW&C) ওড়াচ্ছে পাক সরকার। শোনা যাচ্ছে, পাকিস্তানের আকাশে চিনের তরফে পাওয়া যুদ্ধ বিমানকেও নাকি উড়তে দেখা গিয়েছে।

এমতাবস্থায়, হাত গুটিয়ে বসে নেই ভারতও। ইতিমধ্যেই ভারতের তরফে হাসিমারা, আম্বালার এয়ারবেস থেকে ছাড়া হয়েছে রাফালে। সেই সাথেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানের বাড়াবাড়ি আটকাতে বড়সড় পদক্ষেপ নিয়েছে দিল্লি। সূত্রের খবর, পাক যুদ্ধ বিমান গুলিকে বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই নাকি ভারতীয় সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ফ্রিকোয়েন্সির জ্যামার মোতায়েন করেছে কেন্দ্র।

মূলত পাকিস্তানের যুদ্ধ বিমান গুলিতে থাকা ফ্রিকোয়েন্সি যাতে দিক হারিয়ে ফেলে সেজন্যই এই অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার বা জ্যামার সিস্টেম নিয়ে সীমান্তে হাজির হয়েছে ভারত।

India deploys High frequency jamming system

অবশ্যই পড়ুন: পাকিস্তানে বাঁধল গৃহযুদ্ধ? মুখোমুখি সংঘর্ষে পাক সেনা-পুলিশ! ভাইরাল ভিডিও

কী কাজ করবে এই জ্যামার?

ভারতের তরফে সীমান্তে মোতায়ন হওয়া ফ্রিকোয়েন্সি জ্যামার মূলত পাক যুদ্ধবিমানের ফ্রিকোয়েন্সিকে আটকে দেবে। এই জ্যামার থাকার কারণেই পাকিস্তানের যুদ্ধবিমান গুলি আকাশে ওড়ার সময় সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে পারবে না। ফলত, ভারতের এই চালে পাক বায়ুসেনার বিমান গুলি মাঝ আকাশে বিপদে পড়ে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। আর সেই সুযোগই কাজে লাগাবে ভারত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join