রাওয়ালপিণ্ডির নূর খান সহ পাকিস্তান সেনার ৩ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

Published on:

pakistan airbase

সহেলি মিত্র, কলকাতা: মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পাকিস্তান। বিগত কয়েকদিনে যেন শ্মশানে পরিণত হয়েছে দেশটি। ভারতীয় সেনার তরফে করা একের পর এক হামলার জেরে কার্যত বিদ্ধস্ত পাকিস্তান। একাধিক বিমানবন্দর থেকে শুরু করে একাধিক এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে ভারত। শুধু তাই নয় এবার পাকিস্তানের তিনটি এয়ারবেস (Pakistan Air Base) অবধি ধ্বংস করে দেওয়ার খবর সামনে উঠে আসছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

পাকিস্তানের ৩টি এয়ারবেস ধ্বংস করল ভারত!

সূত্রের খবর, ভারত রাতারাতি চারটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে, যার ফলে সামরিক ঘাঁটি এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলির মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান, চকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি। এদিকে এই হামলার ঘটনা স্বীকার করে নিয়েছে পাকিস্তান।

শুক্রবার রাতেও জম্মু ও কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত ২৬টি স্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বিমানবন্দর এবং বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত হানার শত্রুর প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। সূত্রের খবর, শ্রীনগর এবং এর সংলগ্ন এলাকায় ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। পরিস্থিতির ক্রমবর্ধমান প্রেক্ষাপটে, ভারতীয় বাহিনী সম্ভাব্য আকাশ হুমকি মোকাবেলায় এই অঞ্চলে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে।

আরও বিপদের মুখে পাকিস্তান!

পাকিস্তান আজ দুপুর ১২টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে, পেশোয়ারগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান PIA218 ছিল পাকিস্তানের আকাশসীমায় শেষ বিমান এবং কোয়েটার উপর দিয়ে উড়তে বাধ্য হয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং লাহোর সহ প্রধান শহরগুলিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

পাকিস্তান ভারতীয় অবস্থান লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কৌশলগত অবস্থানের দিকে অগ্রসর হওয়া এই জাতীয় একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম সেক্টরে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (ADS) দ্বারা অধিগ্রহণ এবং ধ্বংস করা হয়েছে। সীমান্তের ওপারে পাকিস্তান থেকে একাধিক ড্রোন হামলার পর, ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা এবং শিয়ালকোটে প্রতিশোধমূলক হামলা চালায়।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ! এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে সেরা অফার

প্রতিরক্ষা সূত্রে খবর, জম্মু অঞ্চলের কাছে একাধিক পাকিস্তানি পোস্ট এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনাবাহিনী, যেগুলি ভারতীয় ভূখণ্ডে টিউব-লঞ্চড ড্রোন পাঠানোর জন্য ব্যবহৃত হচ্ছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ড্রোন অনুপ্রবেশ এবং গোলাবর্ষণের পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥