সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন মুখ বুজে সহ্য করেছিল ভারত! তবে এবার আর নয়! এবার ইউনূসের দেশের (Bangladesh) উপর চড়াও হল দিল্লি। এক ধাক্কায় সবকিছু ইতি টেনে দিল। হ্যাঁ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসার রাস্তা বন্ধ করে দিল কেন্দ্র সরকার। সূত্রের খবর, এবার স্থলপথে ভারতের সঙ্গে আর কোনও ব্যবসা করতে পারবে না পড়শি দেশ।
ভারতের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, স্থলপথে বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসায়িক রুট বন্ধ করা হয়েছে। ফলে এখন বাংলাদেশ থেকে ভারতে আর কোনোরকম পণ্য আসতে পারবে না। যার জেরে বিরাট ধাক্কা খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।
কী সিদ্ধান্ত নিল ভারত?
গত কয়েক বছর ধরেই ভারত বাংলাদেশের মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে। বিশেষ করে সীমান্তের পরিস্থিতি, রাজনৈতিক মতবিরোধ, উদ্ভট মন্তব্য, বাণিজ্যিক অসংগতির ফলে দিনের পর দিন ক্ষোভ পোষণ করছিল ভারত।
এতদিন মুখ বুজে সব সহ্য করেছিল ভারত সরকার। তবে এবার সহ্যের বাঁধ ভাঙল। বিরাট পদক্ষেপের পথে হাঁটল এবার নয়া দিল্লি। জানা যাচ্ছে, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে বাংলাদেশের সঙ্গে। অর্থাৎ, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশে যুক্ত যে সমস্ত ব্যবসায়িক রুট ছিল, তাতে এখন তালা লেগে গিয়েছে।
খোলা থাকছে দুই রাস্তা
তবে সমস্ত রুট বন্ধ হলেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। হ্যাঁ, ভারত সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এখন শুধুমাত্র দুটি বন্দর দিয়েই বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্য করতে পারবে। আর তা হলো কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর। এই দুই সমুদ্র বন্দরকে ব্যবহার করেই বাংলাদেশী পণ্য ভারতীয় বাজারে আসতে পারবে।
আরও পড়ুনঃ ব্যবসা বন্ধের পর এবার তৃতীয় দেশ থেকে ট্রানজিট করা পাকিস্তানি পণ্য নিষিদ্ধ করল ভারত
কতটা ধাক্কা খাচ্ছ বাংলাদেশ?
ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে কতটা ধাক্কা লাগবে, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলাদেশের জামাকাপড়, পোশাক, খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে ভারতে রপ্তানি হত। আর স্থলপথে এই বাণিজ্য খুব দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচেই করা যেত।
তবে এখন কলকাতা ও মুম্বাই বন্দরের উপর নির্ভরশীল হয়ে পড়ায় পরিবহনের খরচ প্রথমত তো বাড়বেই, দ্বিতীয়ত, পণ্য পৌঁছোতেও সময় বেশি লাগবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং অর্থনীতিতে খাবে বিরাট ধাক্কা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |