গিলে খাবে ড্রোনের ঝাঁক! শত্রু দমনে ভারতের অস্ত্রাগারে ভার্গবাস্ত্র, কাঁপবে চিন থেকে পাকিস্তান

Published on:

India has developed the Bhargavastra anti-drone system to destroy enemy drones

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির আবহে আকাশ প্রতিরক্ষায় নতুন পালক জুড়ল ভারত। 26 জন নিরাপরাধের মৃত্যুর প্রত্যাঘাতে পাকিস্তান সহ গোটা বিশ্বকে ক্ষমতা বুঝিয়েছে দিল্লি। পাকিস্তানের একেবারে বুকের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছে ভারতীয় বায়ু সেনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অন্যদিকে পাকিস্তানের কোনও ড্রোনকেই দেশের মাটিতে আছড়ে পড়তে দেয়নি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার সেই প্রতিরক্ষা ক্ষেত্রে জুড়ল নতুন দানব (Bhargavastra)। হ্যাঁ, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সর্বদাই প্রস্তুত ভারত! আর সেই আবহেই এবার শত্রুদের ড্রোন হামলা প্রতিহত করতে ভারতীয় সেনার অস্ত্রাগারে এল ভার্গবাস্ত্র।

কী এই ভার্গবাস্ত্র?

শত্রুর ড্রোন ধ্বংসকারী ভার্গবাস্ত্র আসলে একটি অ্যান্টি ড্রোন সিস্টেম। যা মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের মাটিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর শক্তিশালী ড্রোনগুলিকে গিলে খেতে পারবে! আকাশেই ছত্রভঙ্গ হবে ড্রোনের ঝাঁক! ফালাফাল হয়ে যাবে ড্রোন মিসাইল গুলি!

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পরীক্ষায় সফল ভার্গবাস্ত্র

মঙ্গলবার ওড়িশার গোপালপুর উপকূলে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রতিরক্ষা সিস্টেম অর্থাৎ ভার্গবাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। আর তাতেই এক ধাপে সফল হয়েছে ড্রোন ধ্বংসকারী দানবটি। জানিয়ে রাখি, ভারতের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড এই রকেট সিস্টেমটি তৈরি করেছে।

এ প্রসঙ্গে, নির্মাতা সংস্থা সোলার গ্রুপ জানিয়েছে, মূলত মাইক্রো মিসাইলের ওপর ভিত্তি করে এই ড্রোন বিনাশকারী সিস্টেমটি তৈরি করা হয়েছে। আগামী দিনে, যেকোনও শক্তিশালী ড্রোন প্রতিহত করতে ভারতীয় সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে এই মিসাইল সিস্টেম।

বৈশিষ্ট্যে এগিয়ে ভার্গবাস্ত্র

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পেতে চলা এই নতুন ড্রোন বিনাশকারী সিস্টেমটি কমপক্ষে আড়াই কিলোমিটার পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি সনাক্ত করবে। একই সাথে, 6 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যেকোনও আকাশযানের চলাচল ধরতে পারবে রাডারে। এতে মূলত শত্রুর ড্রোন সনাক্ত করার জন্য EO/IR সেন্সর দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: টেস্ট অধ্যায়ও শেষ, বোর্ডের A+ গ্রেডে আর জায়গা হচ্ছে না রোহিত-বিরাটের? জানিয়ে দিল BCCI

রিপোর্ট অনুযায়ী, ভারতের এই নয়া ক্ষেপণাস্ত্র বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, বলা ভাল, মরুভূমি বা সমভূমি যেকোনও অঞ্চলে মোতায়েন করা যাবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল গুলিতে 5 হাজার মিটার পর্যন্ত উচ্চতায় এই ড্রোন ধ্বংসকারী সিস্টেম মোতায়েন করে রাখতে পারবে ভারতীয় সেনা। বিশেষজ্ঞরা বলছেন, যেকোনও দুর্গম বা প্রতিকূল পরিস্থিতিতে নিজের লক্ষ্যে স্থির থেকে শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক চিহ্নিত করে সেগুলিকে আকাশেই মিলিয়ে দেবে ভার্গবাস্ত্র। বলা ভাল, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে এমন ভয়ঙ্কর মারণাস্ত্রের খবর পেতেই ঘাম ছুঁটেছে কাঙাল পাকিস্তানের!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group