সিন্ধু জলবন্টন চুক্তি অতীত! এবার চন্দ্রভাগার খাল নিয়েও পাকিস্তানকে জাঁতাকলে ফেলছে ভারত

Published on:

India has big plans to expand Chenab River Canal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কূটনৈতিকভাবে পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে সম্পর্কে দাড়ি টেনেছে ভারত। এমতাবস্থায়, জলের জন্য হা-হুতাশ করছে পশ্চিম দিকের দেশ। এহেন আবহে, এবার সিন্ধু নদের পশ্চিমমুখী উপনদী চন্দ্রভাগার (Chenab River) একটি খাল সংস্করণের পরিকল্পনা করছে ভারত সরকার। সূত্রের যা খবর, চন্দ্রভাগা থেকে মূলত জল পায় পাকিস্তান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল হওয়ায় চরম জল সঙ্কটে ভুগছে সন্ত্রাসবাদের দেশ, আর সেই আবহে চন্দ্রভাগার রণবীর খালটি সম্প্রসারণের পথে হাঁটতে চলেছে দিল্লি। সম্প্রতি জনপ্রিয় এক সংবাদসংস্থাকে তথ্য দিতে গিয়ে ভারত সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক।

কেন হঠাৎ খাল সম্প্রসারণ?

জনপ্রিয় সংবাদসংস্থাকে তথ্য দিতে গিয়ে ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, চন্দ্রভাগা নদীর জল খুব একটা পায়না ভারত। যেটুকু যা জল আসে তা সেচের কাজে লেগে যায়। তবে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত হওয়ার পর এই নদীকে আরও বেশি করে কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে। বিশেষত যদি বিদ্যুৎ উৎপাদনে এই জল ব্যবহার করা যায় তাতেও বড় সুবিধা হবে ভারতের। মিটবে বিদ্যুতের চাহিদা। ওই সরকারি আধিকারিক দাবি করেন, ওই খাল বড় করা গেলে ভারতে আরও বেশি জল ঢুকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জলবিদ্যুৎ তৈরির কথা ভাবছে দিল্লি

বেশ কয়েকটি সরকারি সূত্র অনুযায়ী, সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতের পর এবার চন্দ্রভাগা সহ পাকিস্তানে যায় এমন নদীগুলির জল ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও 3000 মেগা ওয়াট বৃদ্ধি করার কথা ভাবছে দিল্লি। এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, আমাদের অন্যতম প্রধান পরিকল্পনা চন্দ্রভাগার ওপর রণবীর খালের দৈর্ঘ্য অন্তত 120 কিলোমিটার করা। তবে এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। প্রায় অনেকের সাথেই কথা হয়েছে, যত দ্রুত সম্ভব খাল সম্প্রসারণের কাজ শুরু হবে।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের গর্ব ভেঙে মাত্র ৫ দিনে ২৬.৪৪ লক্ষ কোটি টাকা আয় করল ভারত, অবাক বিশ্ব

খাল সম্প্রসারণ ছাড়াও রয়েছে আরও একাধিক পরিকল্পনা

বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, চন্দ্রভাগার ওপর রণবীর খাল সম্প্রসারণ ছাড়াও উপনদী গুলিকে নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কাটুয়া, রবি, পরাগাওয়ালের মতো খালগুলি থেকে পলি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে, আশা রয়েছে এতে খালে জলধারণ ক্ষমতা আরও বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group