বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মাটিতেই তৈরি হবে আমেরিকার অত্যাধুনিক V-BAT সামরিক ড্রোন। সেই মর্মেই চলছে প্রস্তুতি। Mint-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা সংস্থা শিল্ড এআই-এর সাথে একটি যুগান্তকারী চুক্তিতে সই করতে চলেছে ভারত।
যার হাত ধরে একেবারে দেশীয়ভাবে ভারতের মাটিতেই অত্যাধুনিক মার্কিন V-BAT সামরিক ড্রোন তৈরির অনুমতি পাবে কেন্দ্র। আর এই ঘটনা বাস্তবায়িত হলে দেশের মাটিতে বিরাট দৃষ্টান্ত সৃষ্টি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জোর কদমে চলছে আলোচনা
ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযানের পরপরই আমেরিকার সাথে 4.5 বিলিয়ন ডলারের জরুরি ক্রয় কর্মসূচিতে পা বাড়িয়েছিল ভারত। মনে করা হচ্ছে, আমেরিকার শক্তিশালী ড্রোন নিয়ে আসন্ন চুক্তিটি ওই কর্মসূচিরই অংশ।
রিপোর্ট বলছে, এই বিশেষ পরিকল্পনার আওতায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বায়ুসোনার হাতে V-BAT মার্কিন ড্রোন তুলে দিতে আমেরিকার প্রতিরক্ষা সংস্থা শিল্ড এআই-এর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই আমেরিকান প্রতিরক্ষা সংস্থার সাথে চুক্তি সেরে দেশের মাটিতেই এই অত্যাধুনিক ড্রোন তৈরির কাজ শুরু করতে পারে দিল্লি! যদিও সবটাই আপাতত আলোচনার স্তরে।
JSW গ্রুপের বড় বিনিয়োগ
রিপোর্ট অনুযায়ী, JSW গ্রুপের একটি বিভাগ JSW ডিফেন্সের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদনের রাস্তা তৈরি করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন ড্রোন নিয়ে ভারতীয় বায়ু সেনার প্রথম চুক্তিটি খুব সম্ভবত 35 মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।
যদিও রিপোর্ট অনুযায়ী, সংস্থাগুলি ইতিমধ্যেই 90 মিলিয়ন ডলারের একটি যৌথ উদ্যোগ চুক্তিতে স্বাক্ষর করেছে। যার মধ্যে JSW-তে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যৌথ উদ্যোগ চুক্তির হাত ধরে আগামী দিনে ভারতে বৃহৎ উৎপাদন থেকে শুরু করে দেশের মাটিতে V-BAT মার্কিন ড্রোন সিস্টেম তৈরি এবং তার পরীক্ষার পথ প্রশস্ত হবে।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের সাথে খেলতেই হবে ভারতকে! প্রকাশ্যে বড় কারণ
রিপোর্ট বলছে, যৌথ চুক্তির উদ্যোগে JSW গ্রুপ একাই দু বছরে 90 মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে প্রথম 12 মাসে বিনিয়োগ করা হবে 65 মিলিয়ন ডলার। যা দিয়ে আগামী দিনে বিশ্বব্যাপী সম্মতি কর্মসূচি প্রতিষ্ঠা, উৎপাদন সুবিধা স্থাপন এবং লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি পরিচালনার জন্য স্থানীয় যোগ্য ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে। মনে করা হচ্ছে এই বিনিয়োগের মধ্য দিয়ে শুধুমাত্র ভারতেরই প্রয়োজন পূরণ হবে তেমনটা নয়, সেই সাথে V-BAT ড্রোনের ক্ষেত্রে ভারতকে বিশ্বব্যাপী উৎপাদন ক্ষেত্রতেও পরিণত করতে পারে এই চুক্তি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |