৮০ শতাংশ পরিবারে অপরিহার্য! এই একটি জিনিসের জন্য পাকিস্তানের ওপর নির্ভরশীল ভারত

Published on:

india pakistan trade

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে ভারত-পাকিস্তান সংঘাত যত বেড়েছে ততই কমে এসেছে দীপাক্ষিক বাণিজ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের (Pakistan) সাথে ভারতের বাণিজ্যের পরিমাণ একেবারে নগণ্য। এবার তাতে যোগ হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। পহেলগাঁও জঙ্গি হামলার পরই অ্যাকশন মুডে রয়েছে কেন্দ্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিমধ্যেই সে দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে দুই দেশের অন্যতম প্রধান বাণিজ্যদ্বার আটারি-ওয়াঘা সীমান্ত। যার কারণে খুব একটা না হলেও বেশ কিছু পণ্যের ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে ভারতকে। যে গুলির মধ্যে অন্যতম একটি হল রক সল্ট বা সন্দক লবণ। হ্যাঁ, ভারত শুধুমাত্র এই সন্দক বা শিলা লবণের জন্য সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের ওপর পুরোপুরি নির্ভরশীল। যদিও পশ্চিম দিকের দেশের সাথে উত্তেজনা বৃদ্ধির কারণে আপাতত সেই নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছে।

সন্দক লবনের নানান নাম

পাকিস্তানের কাছ থেকে ভারত প্রথম যে জিনিসটি কিনেছিল তা হল সন্দক লবণ। হ্যাঁ, পাকিস্তানে ব্যাপকভাবে উৎপাদিত এই পণ্য ভারতে নানান ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না, এই রক সল্টের একাধিক নাম রয়েছে। সাধারণত রক সল্ট নামে পরিচিত এই লবণ কোথাও সৈন্ধব লবণ, কোথাও আবার শিলা লবণ, নুন পাথর লবণ, সিন্ধু লবণ, সন্দক লবণ, লাহোর লবণ ও হিমালয় লবণ নামে পরিচিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সন্দক লবণ নিয়ে কিছু অজানা তথ্য

মূলত সমুদ্র বা হ্রদের লবণাক্ত জলে সোডিয়াম ক্লোরাইড রঙিন স্ফটিকগুলিতে পরিণত হলে লবণ তৈরি হয়। এই লবণ সাধারণত পাথরের আকারে পাওয়া যায়। বিশেষত পাকিস্থানের পাঞ্জাব প্রদেশের জিলাম জেলার খেওড়ার লবণ খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি। প্রতিবছর পাকিস্তানের এই অঞ্চল থেকে 4 লক্ষ 50 হাজার টন শিলা লবণ উৎপন্ন হয়। আর সেই কারণেই, পাকিস্তানে এই লবণের দাম প্রতি কেজিতে 2 থেকে 3 দেখা হলেও আমদানিকৃত এই লবণ ভারতে বিক্রি হয় 50 থেকে 60 টাকা কেজিতে।

পাকিস্তানের বিকল্প রয়েছে ভারতের

জানিয়ে রাখি, 2018-19 আর্থিক বছরে ভারতের মোট শিলা লবণ আমদানির 99.7 শতাংশ এসেছিল পাকিস্তান থেকে। তবে পরবর্তীতে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি চরমে ওঠায় ধীরে ধীরে পাকিস্তানের সাথে বাণিজ্য কমে ভারতের। যার জেরে পশ্চিম দিকের দেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ রক সল্ট বা সন্দক লবণ আমদানি করতে থাকে ভারত।

এছাড়াও ইরান, জার্মানি, তুরস্ক, মালেয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মতো বেশ কিছু দেশ থেকে সন্দক লবণ কিনে নেয় ভারত। আসলে এই শিলা লবণ ভারতে উৎপাদিত না হওয়ার কারণে অন্যান্য দেশগুলির ওপর নির্ভর করে থাকতেই হয় দিল্লিকে।

অবশ্যই পড়ুন: ভারতের হাতে পাকিস্তানি পাইলট, করাচি কাঁপাচ্ছে INS Vikrant

উল্লেখ্য, পাকিস্তান থেকে আমদানিকৃত সন্দক লবণ ভারতের 80 শতাংশ পরিবারের কাছে অপরিহার্য। তবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ হওয়ায় আগামী দিনে এই শিলা লবণের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে এ কথা বলাই বাহুল্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group