১০ মিলিসেকেন্ডে কাড়বে পাক জঙ্গির প্রাণ! অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ভয়ানক অস্ত্র ভারতের

Published on:

India is deploying TAIWS on the Jammu and Kashmir border to stop Pakistani terrorists on the border

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের পলক পড়ার আগেই ঝাঁঝরা হয়ে যাবে পাক জঙ্গি! চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার খেসারত এবার দিতে হবে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের! হ্যাঁ, কল্পনাতেও আসে না, পাক জঙ্গিদের ঠেকাতে এবার তেমন অস্ত্রই(TAIWS) তৈরি করছে ভারত। সূত্রের খবর, পাক সন্ত্রাসের আঁতুরঘর ভাঙতে একেবারে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সীমান্তে মোতায়ন করতে চলেছে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেমন হবে সেই অস্ত্র?

পাকিস্তান থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতের কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ প্রায় নিয়মিত। ভারতের অন্দরে অশান্তি তৈরি করতেই, পাক মদদপ্পুষ্ঠ এই সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভারতের অতন্ত্র প্রহরীদের প্রতিমুহূর্তে বোকা বানানোর চেষ্টা করে চলেছে। এবার সেই পরিকল্পনা বানচাল করতে বিরাট পদক্ষেপ নিল ভারত।

সূত্র বলছে, খুব শীঘ্রই ভারতীয় সীমান্তে বসতে চলেছে Ten AI Weapon System না TAIWS। খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় সেনা জাওয়ানদের সাথে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কাল্পনিক বিজ্ঞান জগতকেও হার মানাবে এই নয়া প্রতিরক্ষা সিস্টেম শত্রুদের ওপর নজর রাখবে তো ঠিকই, সেই সাথে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গোড়া থেকে নির্মূল করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নতুন প্রতিরক্ষা সিস্টেম।

কীভাবে কাজ করবে TAIWS?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় সীমান্ত মূলত পাক সীমান্তে পশ্চিমের সন্ত্রাসবাদি গোষ্ঠীগুলিকে ঠেকাতে অতি দ্রুত দেশের সীমানায় বসতে চলেছে TAIWS সিস্টেম। জানা যাচ্ছে, প্রথমে মূলত প্রাইমারি ও সেকেন্ডারি ক্যামেরার সাহায্যে শত্রুদের ওপর নজর রাখবে এই সিস্টেম।

কোনও জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিনা সেদিকে তীক্ষ্ণ নজর থাকবে এই স্বয়ংক্রি সিস্টেমের। সূত্র বলছে, ক্যামেরার সাহায্যে শত্রুদের গতিবিধি নজরে রেখে মেশিনগানের দৌলতে তাদের নিকেশ করবে এই নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।

বিশেষজ্ঞ মহলের দাবি, শত্রুদের নিশানায় এনে মাত্র 10 মিলি সেকেন্ডে তাদের প্রাণভোমরা কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই সিস্টেমটির। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যেই শত্রুর অবস্থান বুঝে তাঁকে সরাসরি নিশানায় এনে গুলিতে ঝাঁঝরা করবে এই মেশিন গান। যদিও মেশিন কখন গুলি চালাবে, তা ঠিক করবেন বাঙ্কার রক্ষক বা সেনাকর্মী।

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টির ১ নম্বর অলরাউন্ডার হার্দিক, ফর্মে থেকেও পিছিয়ে গেলেন বরুণ! দেখুন তালিকা

কবে নাগাদ মোতায়েন করা হবে এই AI অস্ত্র?

শেষবারের মতো এয়েরো ইন্ডিয়া 2025-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এই স্বয়ংক্রিয় অস্ত্রের দেখা মিলেছিল। বেশ কয়েকটি সূত্র বলছে, আর কয়েক মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীর সীমান্তে সেনা বাঙ্কারে মোতায়ন করা হবে এই অস্ত্র। সর্বশেষ সূত্র অনুযায়ী, রাতের ঘন কালো অন্ধকার হোক কিংবা ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সব আবহেই শত্রুকে চিনে নিকেশ করার ক্ষমতা রয়েছে TAIWS-র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group