কাঁপবে শত্রুরা! আমেরিকা-চিনের পর ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির পথে ভারত

Published on:

India is planning to develop a 6th-gen fighter jet, says Indian Air Force officer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বায়ু সেনার (Indian Air Force) শক্তি বাড়াতে বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, আমেরিকা যে ষষ্ঠ প্রজন্মের বিধ্বংসী যুদ্ধবিমান তৈরি করছে তার নাম F-47। জানা যাচ্ছে, বর্তমান বিশ্বে এমন কোনও যুদ্ধবিমান নেই যা একে টেক্কা দিতে পারবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, ময়দানে নেমেছে চিনও। বিশ্বের অন্যতম শক্তিধর দেশটি ইতিমধ্যেই J-36 যুদ্ধবিমানের প্রোটোটাইপ উন্মোচন করেছে। ড্রাগনের দেশ দাবি করেছে, এটি তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। বিশ্বের দুই তাবড় দেশ যখন আকাশযুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই সময়ে সরু চাল দিল ভারত! শোনা যাচ্ছে, ভারতও নাকি ষষ্ঠ প্রজন্মের উচ্চ শক্তিধর যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে।

ভারতেও তৈরি হবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান?

সম্প্রতি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তাদের প্রতিবেদনে দাবি করেছে, ভারতীয় বিমানবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা নাকি জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে। ভারতীয় বায়ুসেনার ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে ষষ্ঠ প্রজন্মের উন্নত প্রযুক্তির এই উচ্চ শক্তিধর বিমান তৈরি আগে বিশেষ পরিকল্পনা ও কাঠামোর নকশা প্রয়োজন। যা ভারতের কাছে এই মুহূর্তে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে ব্যস্ত ভারত

দেশের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দীর্ঘ প্রচেষ্টা চালাচ্ছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর একটি সূত্র মারফত খবর, AMCA প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সূত্রের খবর, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই যুদ্ধবিমান তৈরিতে হাত লাগিয়েছে। IDRW রিপোর্ট বলছে, আগামী 2028 সালের মধ্যে পঞ্চম প্রজন্মের প্রথম যুদ্ধ বিমানটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানোর লক্ষ্য রাখা হয়েছে।

অবশ্যই পড়ুন: IPL-এ নয়া নজির রাহানের, নরকিয়া-গুরবাজ কেন নেই? জবাব দিলেন KKR অধিনায়ক

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরই শুরু হবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বাহনের কাজ?

ভারতীয় বিমানবাহিনীর ওই কর্মকর্তা দাবি করেছেন, পঞ্চম প্রজন্মের প্রথম যুদ্ধ বিমানটি পরীক্ষামূলকভাবে ওড়ানোর পরই ভারতীয় সেনাবাহিনীর গবেষক থেকে শুরু করে সেনা আধিকারিকরা বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করবেন। আর সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি হবে। অভিজ্ঞদের একটা বড় অংশ বলছে, খুব শীঘ্রই, ভারতীয় বায়ু সেনা ও এডিএ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির জন্য আলোচনায় বসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group