বদলের বাংলাদেশে ধুঁকছে পোশাক শিল্প, উল্টোদিকে হুরমুরিয়ে বাড়ল ভারতের গার্মেন্ট ব্যবসা

Published on:

bangladesh garment industry

কলকাতাঃ বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশের আবহাওয়া গরম হয়ে রয়েছে। একের পর এক বিক্ষোভ, যুদ্ধ, যুদ্ধকালীন পরিস্থিতির জেরে জেরবার বহু দেশ। কিন্তু এতকিছুর মাঝেও কিন্তু একপ্রকার পকেট ভরছে ভারতের। ফুলেফেঁপে উঠছে দেশের রাজস্ব। যেমন পোশাক শিল্পের কথাই ধরা যাক। যত সময় এগোচ্ছে ততই পোশাক শিল্পের হাত ধরে ভারতের পোয়া বারো হয়েই চলেছে।  বাংলাদেশে ছাত্র বিক্ষোভের আন্দোলনের  পর থেকে সেই দেশের অবস্থা রীতিমত খারাপের দিকেই এগোচ্ছে শুধুমাত্র তাই নয় বাংলাদেশের হিন্দুদের ওপর লাগামহীন অত্যাচারের পর থেকে ভারতের বহু মানুষ বাংলাদেশী পণ্য ব্যবহার বয়কটের ডাক দিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা গিয়েছে, বাংলাদেশ থেকে এখন খুব কম পরিমাণই পণ্য ভারতে আসছে। বিশেষ করে জামাকাপড়। এছাড়া পশ্চিমবঙ্গেই বাংলাদেশ বয়কটের ডাক উঠেছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা শাড়ি, চুড়িদার, শার্ট, টি শার্ট, সোয়েটার, জ্যাকেট খুব কমই আসছে বলে খবর। যদিও পোয়া বারো হয়েছে ভারতের।

পোয়া বারো ভারতের

প্রবল জনবিক্ষোভের মুখে পড়ে গত ৫ ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যা দেখে রীতিমতো চমকি দিয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশে থাকা হিন্দুদের ওপর আক্রমণ থেকে শুরু করে সাধারণ মানুষকে গণপিটুনি একের পর এক ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। আর যেন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সোসাইটি। এদিকে বৈশ্বিক উত্তেজনা সত্ত্বেও চলতি অর্থবছরের আগস্টে তৈরি পোশাক রপ্তানি বার্ষিক ১১.৯ শতাংশ বেড়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে ভারতের তৈরি পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৬৪০ কোটি ডলার। এই বৃদ্ধি আগামী কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইপিসি) মতে, ভারতের তৈরি পোশাক রফতানি বৃদ্ধি এমন এক সময়ে এসেছে যখন লোহিত সাগর সংকটের কারণে সরবরাহ ব্যয় বেড়েছে এবং বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে।

ভারতের পোশাক শিল্পে জোয়ার

যত সময় এগোচ্ছে ততই যেন ভারতে পোশাক শিল্পে জোয়ার আসছে। এদিকে এই বিষয়ে এইপিসি চেয়ারম্যান সুধীর সেখরি বলেন, ‘২০২৪ সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে ভারতের তৈরি পোশাক রফতানি গড়ে ৭.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগস্টে তৈরি পোশাক রফতানি ১৩ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

এদিকে এই রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশ থেকে ২০ ফুটি পণ্যবাহী কনটেইনার বের হয়েছে ৭৮ হাজার ১৪৬টি, সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৭৫ হাজার ৬০৩। তবে এই সময়সীমার মধ্যে বাংলাদেশের আমদানির পরিমাণ বেড়েছে বেশ। আগস্টে বাংলাদেশে যেখানে পণ্যবাহী ২০ ফুটি কনটেইনার এসেছে ১ লাখ ১৪ হাজার ৭০৮টি, সেখানে সেপ্টেম্বর মাসে এসেছে ১ লাখ ১৭ হাজার ৪০২টি। যদিও ভারতের গলায় একটা জিনিস কাঁটার মতো বিঁধে রয়েছে। আর সেটা হল, ভারত জানে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক যতটা সহজে প্রবেশাধিকার পায়, ভারত ততটা পায় না। যাইহোক, এতকিছুর পরেও আগের তুলনায় জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মরিশাস ও নরওয়েতে পোশাক রপ্তানি বেড়েছে ভারতের যা ভালো খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group