বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও কাছাকাছি এল ভারত এবং মঙ্গোলিয়া। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন দেশটির রাষ্ট্রপতি খুরেলসুখ উথনা। মোদির সাথে সাক্ষাতের পরই শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, সংস্কৃতি এবং নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা শেষে 6টি মৌ চুক্তি (India-Mongolia Six Agreements) স্বাক্ষর করেন দুই রাষ্ট্র নেতা। যার মধ্যে রয়েছে, মানবিক সাহায্য, মঙ্গোলিয়ার ঐতিহাসিক স্থান পুনরুদ্ধার, অভিবাসন, খনিজ অনুসন্ধান এবং ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা।
ভারতের সাহায্যে মঙ্গোলিয়ায় তৈরি হচ্ছে একটি তেল শোধনাগার
DD India এর রিপোর্ট অনুযায়ী, বন্ধু দেশ ভারতের সহযোগিতায় এবার মঙ্গোলিয়ার মাটিতে তৈরি হচ্ছে একটি তৈল শোধনাগার। জানা গিয়েছে, এই তেল শোধনাগারটির কাজ শুরু হয় 2018 সাল থেকে। একাধিক রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, মঙ্গোলিয়ায় এই তৈল শোধনাগার তৈরি করতে 1.7 বিলিয়ন ডলার অর্থ সাহায্য করছে ভারত। জানা গিয়েছে, এই বিরাট কর্মযজ্ঞ শেষ হলে ওই তৈল শোধনাগার থেকে প্রতিবছর কম করে 15 লক্ষ মেট্রিক টন অর্থাৎ প্রতিদিন 30,000 ব্যারেল তেল শোধন করা যাবে।
মঙ্গোলিয়ার নাগরিকদের জন্য ফ্রি ই ভিসার ব্যবস্থা করবে ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছেন, আগামী দিনে মঙ্গোলিয়ার নাগরিকদের জন্য ভারতে ফ্রি ই ভিসার ব্যবস্থা করা হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে সহযোগিতা বাড়াতে লাদাখ এবং আরখাঙ্গাই প্রদেশের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হবে বলেই খবর। প্রধানমন্ত্রী এও বলেছেন, চুক্তির মাধ্যমে ভারত মঙ্গোলিয়ার যুবকদের ভারতীয় সংস্কৃতির দূত হওয়ার সুযোগ দেবে।
এছাড়াও চুক্তি মেনে দুই দেশের মধ্যে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বাড়বে। এছাড়াও মঙ্গোলিয়ার সীমান্ত নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শুধু কি তাই? জানা গিয়েছে, মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য নতুন নতুন প্রকল্পও চালু করা হবে।
অবশ্যই পড়ুন: বিদ্যুৎ বিল শূন্য! ছাদে এই গিজার লাগালেই গোটা শীতকালে মিলবে গরম জল
উল্লেখ্য, বিগত দিনগুলিতে বিশ্বের বহু দেশের সাথে সখ্যতা বাড়িয়েছে ভারত। মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে নয়া দিল্লির কাছাকাছি ঘেঁষেছে বহু দেশ। এবার সেই সূত্র ধরে রেখেই পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়াকে আগামী দিনে পথ চলার সঙ্গী করতে চাইছে ভারত। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এই সম্পর্ক আধ্যাত্মিক এবং আত্মিক বন্ধনের উপরও নির্ভরশীল।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘আমরা মঙ্গোলিয়ার সাথে আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ!’