Indiahood-nabobarsho

ভারতের হাতে আসছে পাকিস্তানের কাল! যুদ্ধের আবহেই মারণ অস্ত্র দিচ্ছে রাশিয়া

Published on:

India may buy anti-aircraft missile System from Russia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পরই আটঘাট বাঁধছে ভারত (India)। পাকিস্তানের ক্রমাগত পরমাণু হুমকির মাঝে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জামের সংখ্যা বাড়িয়ে চলেছে দিল্লি। এমতাবস্থায়, শোনা যাচ্ছে বড় খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সংবাদমাধ্যম দাবি করেছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন মিসাইল গুলিকে নিমেষে ও নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে ভারত। যেই ক্ষেপণাস্ত্র 6 কিলোমিটার বা তারও বেশি দূরত্বের মিসাইল গুলিকে এক লহমায় আটকে দেবে।

রুশ ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াবে ভারত

ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারের জন্য 48টি রকেট লঞ্চার, 48টি রাত্রিকালীন অত্যাধুনিক চশমা ও 85টি ক্ষেপণাস্ত্র এবং স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষার জন্য একটি কড়া দরপত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। শোনা যাচ্ছে, আগামী 20 মে তারিখের মধ্যে ইচ্ছুক সংস্থাকে সেই দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, আকাশ পথ দিয়ে ছুটে আসা সব ধরনের হুমকি প্রতিরোধের জন্য ম্যান পোর্টেবল সিস্টেমের অভাব বোধ করছে ভারতীয় সেনা। আর সেই ঘাটতি পূরণ করতেই দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই সাথেই ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুনভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা অর্থাৎ অ্যান্টি জ্যামিং বৈশিষ্ট্য যুক্ত মিসাইল সিস্টেমের প্রয়োজন ভারতের।

এর অর্থ কোনও অঞ্চলে যদি ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা সীমিত করা থাকে সেই জায়গাতেও যাতে এই অত্যাধুনিক প্রযুক্তি কাজ করতে পারে সেই বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি। এরই মাঝে ANI-র এক রিপোর্ট দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী নাকি ইতিমধ্যেই রাশিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্থাৎ রাশিয়ান ইগলা এস পেতে চলেছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি, রুশ ক্ষেপণাস্ত্র গুলি ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে!

পূর্ব লাদাখ লড়াইয়ে ব্যবহার হয়েছিল এমন ক্ষেপণাস্ত্র

অনেকেই হয়তো ভুলে গিয়েছেন, চিনের সাথে পূর্ব লাদাখ নিয়ে সামরিক লড়াইয়ের সময় ভারতীয় সেনাবাহিনী কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র গুলি ব্যবহার করেছিল। সেই সূত্র ধরেই জানিয়ে রাখি, 2023 সালের একেবারে শেষের দিকে রাশিয়ার সাথে নতুন অস্ত্র চুক্তি হয়েছিল ভারতের। আর সেই চুক্তি অনুযায়ী, গত বছর ভারতে এসে পৌঁছেছিল রাশিয়ার 24টি ইগলা এস। সেই সঙ্গেই আসে যুদ্ধে ব্যবহারের জন্য 100টি ভারী মাত্রার ক্ষেপণাস্ত্রও। রিপোর্ট বলছে, এবার সেই একই ধরনের স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে ভারতীয় সেনা।

অবশ্যই পড়ুন: আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কালবৈশাখী, ইডেনে ম্যাচ ভেস্তে গেলেই যাত্রা শেষ KKR-র?

উল্লেখ্য, কূটনৈতিক ক্ষেত্রে প্রায় সার্বিকভাবে কোমর ভাঙার পরও নিজের ভুল স্বীকার তো দূর, বরং অপকর্মের রাস্তা থেকে এক চুলও সরে দাঁড়ায়নি পাকিস্তান। ফলত, ভারতের একাধিক পদক্ষেপের জের, পাকিস্তানের সাথে ক্রমশ উত্তেজনা বাড়ছে। ফলত, যুদ্ধের আশঙ্কাকে সামনে রেখেই এবার শত্রুর ড্রোন মিসাইল গুলিকে পুড়িয়ে ফেলতে আরও কিছু রাশিয়ান বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার পথে হাঁটতে চলেছে ভারত!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group