শিক্ষা পাবে আজারবাইজান, বাকুর সবথেকে বড় শত্রুর অস্ত্র ভান্ডার ভরাতে চলেছে ভারত!

Published on:

India may help Armenia with weapons again

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত এখন আর পুরনো দিনে আটকে নেই। পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘর্ষের পরই গোটা বিশ্ব বুঝে গিয়েছে সামরিক ক্ষেত্রে ভারতের ক্ষমতা কতটা! আগে যেখানে উচ্চ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের জন্য আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার মতো উন্নত বিশ্বের দেশগুলির ওপর ভরসা করে থাকতে হতো, সেই পর্বে দাঁড়িয়ে এখন বিশ্ববাজারে অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র তৈরি ক্ষেপণাস্ত্র কিনে নিচ্ছে বিশ্বের বহু দেশ। বলা বাহুল্য, ভারতীয় হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস কিনতে একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে দুনিয়ার একাধিক শক্তিশালী রাষ্ট্র। এহেন আবহে, ভারতের কাছ থেকে চিরকাল অস্ত্র ক্রয়কারী, বলা চলে ভারতের ব্যবসায়িক বন্ধু আর্মেনিয়াও (Armenia) নাকি খুব শীঘ্রই ভারত থেকে বেশকিছু ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে।

সূত্রের যা খবর, পাকিস্তানের শুভাকাঙ্ক্ষী আজারবাইজান আসলে আর্মেনিয়ার জাত শত্রু। দেখা গিয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আজারবাইজান ও তুরস্কের মতো দেশ পাকিস্তানের পাশে এক প্রকার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে, আজহারবাইজানের বাড়াবাড়ি আটকাতে একাধিক উন্নত অস্ত্রশস্ত্রে আর্মেনিয়াকে ঢেলে সাজাতে পারে ভারত, আপাতত খবর তো তেমনটাই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারত থেকে ফের আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে পারে আর্মেনিয়া!

বেশ কয়েকটি সূত্র ও সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, গত নভেম্বরে শুরু হওয়া প্রাথমিক সরবরাহের পর খুব সম্ভবত আসন্ন জুলাইয়ে ফের আর্মেনিয়াকে ভূমি থেকে আকাশ আকাশ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় ব্যাচ পাঠাতে পারে ভারত। আশা করা হচ্ছে, এবার 720 মিলিয়ন ডলারের সম্পূর্ণ প্যাকেজটিতে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার 15টি ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। জানিয়ে রাখি, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার হাতে তৈরি এই আকাশ ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশ যেকোনও হুমকি আটকে দেওয়ার ক্ষমতা রাখে।

আগেও আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ভারত

বর্তমানে সামরিক ক্ষেত্রে ভারতের গর্জন শুনতে পাচ্ছে গোটা বিশ্ব। ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সামরিক পণ্য রপ্তানি ক্ষেত্রে ভারতের নাম এখন উজ্জ্বল অক্ষরে লেখা। সেই সূত্রে জানিয়ে রাখি, বিভিন্ন সময়ে বন্ধু দেশ আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে বিপদে সাহায্য করেছে ভারত। বলা চলে, আর্মেনিয়া আসলে একসময়ে ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে বিবেচিত হত। বলা বাহুল্য, ভারত থেকে আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পিনাক মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ও 155 মিমি আর্টিলারি গানের মতো একাধিক অস্ত্র কিনেছে আর্মেনিয়া।

অবশ্যই পড়ুন: বড় অ্যাকশন! পাকিস্তানের পর এবার চিন, তুর্কির উপর ডাণ্ডা চালাল ভারত

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, 2023-24 আর্থিক বছরে প্রতিরক্ষা রপ্তানি ক্ষেত্রে বিরাট মাইল ফলক ছুঁয়েছিল ভারত। জানা যায়, সেবছর আর্মেনিয়া সহ অন্যান্য দেশের কাছে প্রায় 21,083 কোটি টাকার সামরিক সরঞ্জাম বিক্রি করেছিল নয়া দিল্লি। পরবর্তীতে 2024-25 অর্থ বর্ষে অস্ত্র রপ্তানি ক্ষেত্রে সেই পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে 23,622 কোটিতে। যা ভারতের ইতিহাসে আপাতত সর্বোচ্চ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group