রেঞ্জে আসবে গোটা পাকিস্তান! ভারতের অস্ত্রাগারে ঢুকবে ৮০০ কিমি পাল্লার নতুন ব্রহ্মোস

Published:

India New BrahMos Missile with 800 km range it will cover Pakistan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বাড়ছে ভারতীয় সেনার। আগামী 2 বছরের মধ্যেই ভারতের অস্ত্রাগারে ঢুকবে নতুন সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস (India New BrahMos Missile)। জানা যাচ্ছে, নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ হবে 800 কিলোমিটার অর্থাৎ গোটা পাকিস্তান! ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, সব ঠিক থাকলে আগামী 2027 সালের মধ্যে ভারতীয় ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণটি পুরোপুরি তৈরি হয়ে যাবে।

ভারতের নতুন ব্রহ্মোসের ক্ষমতা

রিপোর্ট বলছে, ভারতের হাতে থাকা বর্তমান ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের গতিবেগ 3424 কিলোমিটার প্রতি ঘন্টা। যা মূলত শব্দের তিনগুণ। এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ সর্বোচ্চ 450 কিলোমিটার। তবে ভারতীয় সেনাবাহিনীর হাতে যে নতুন সংস্করণের ব্রহ্মোস মিসাইল আসতে চলেছে তার রেঞ্জ হবে, কমপক্ষে 800 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে এই মিসাইল ছুঁড়লে তা কার্যত গোটা পাকিস্তানকে নিজের আওতায় নিয়ে নেবে।

রিপোর্ট বলছে, নতুন সংস্করণের দীর্ঘ পাল্লার ব্রহ্মোসে ব্যবহার করা হবে র‍্যামজেট ইঞ্জিন। যা প্রায় তৈরি হয়ে গিয়েছে বলা যায়। জানা যাচ্ছে, বর্তমান সংস্করণ থেকে উন্নত সংস্করণটির ক্ষমতা কয়েক গুণ বাড়াতে আরও বেশকিছু পরিবর্তন আসতে চলেছে এই মিসাইলটিতে। শোনা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটি যাতে নির্ভুল এবং ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সেজন্য এর অভ্যন্তরীণ INS এবং বাইরের GNSS নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের সামঞ্জস্যতা যাচাই করা হবে।

বিজ্ঞানীদের দাবি, বেশ কয়েকটি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ক্ষেপণাস্ত্রটি আধুনিক যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। এও জানা গিয়েছে, অন্যান্য মিসাইলগুলির মতোই নতুন সংস্করণ অর্থাৎ 800 কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রটিও জাহাজে মোতায়েন করা সম্ভব হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, 800 কিলোমিটার রেঞ্জের নতুন ক্ষেপণাস্ত্রটিতে নির্ভয় ক্ষেপণাস্ত্রের ডেরিভেটিভস এবং প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর শক্তি অন্তর্ভুক্ত থাকবে। বিশেষজ্ঞ মহলের দাবি, এই ক্ষেপণাস্ত্র শত্রুদের সামনে ভারতকে যেমন শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে তেমনই এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের লক্ষ্যও।

অবশ্যই পড়ুন: ৭ বলে ৫ উইকেট খুইয়েই শেষ! মহিলা বিশ্বকাপে জেতা ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ

উল্লেখ্য, গত মে মাসে, অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে কম্পন ধরিয়েছিল ভারতের গর্ব সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। সেই থেকেই ভারতের এই মারনাস্ত্রকে ভয় পায় পশ্চিমের দেশ সহ বিশ্বের বহু রাষ্ট্র। মনে করা হচ্ছে, আগামী দু বছরের মধ্যে 800 কিলোমিটার রেঞ্জের নতুন সংস্করণটি যদি ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে আসে, তবে যুদ্ধের হুমকির আগে অন্তত কয়েকবার ভাবতে হবে পাকিস্তানের মতো শত্রু দেশগুলিকে!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join