চিনকে ছাড়িয়ে মার্কিন বাণিজ্যে খেল দেখাল ভারত! ধারে পাশে নেই পাকিস্তান

Published:

India
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের বাণিজ্য যুদ্ধের মাঝেই খেল দেখালে ভারত (India)! আসলে বহুদিন ধরে যে জায়গায় চিন একচেটিয়া আধিপত্য দেখিয়ে আসছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই এবার ভারত শীর্ষস্থান ছিনিয়ে নিল। 

বলে রাখি, বিশ্বজুড়ে সস্তা এবং গ্রাহকবান্ধব পণ্য তৈরি করে চিন মার্কিন বাজারে তাদের দাপট বজায় রেখেছিল। তবে 2025 সালে এসে সেই ছবি পুরো বদলে গেল। এখন ভারতের রপ্তানি চোখে পড়ার মতো বেড়েছে, আর চিনের হয়েছে ভয়াবহ পতন।

চিনের জায়গায় এখন আমেরিকায় ভারতের জয়জয়কার

জানা যাচ্ছে, 2025-র মে মাসে ভারতের রপ্তানি 17.3% বৃদ্ধি পেয়েছে। এমনকি চিনের রপ্তানি কমে গিয়েছে 34.5%, তাও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাজারে, যেখানে বিশেষ করে এতদিন ড্রাগনের দেশের দাপট ছিল। এমনকি চিন থেকে আমেরিকায় রপ্তানির পর ভারতের বাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। 

ভারতে রপ্তানির পরিমাণ কতটা?

রিপোর্ট বলছে, 2025-র মে মাসে ভারতে মোট 71.12 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 2.77% বৃদ্ধি। পাশাপাশি ট্রেড ঘাটতি 9.45 বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে 6.62 বিলিয়ন ডলারে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে চলা শুল্কযুদ্ধের লাভের গুড় খেয়েছে ভারত।

স্মার্টফোন রপ্তানিতে রেকর্ড

আমেরিকায় ভারতের রপ্তানির সবথেকে বড় হাতিয়ার স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স পণ্য। হ্যাঁ, ভারতের নির্মাতা এবং অ্যাসেম্বলি সংস্থাগুলি ফোন তৈরি করে এবার তা সরাসরি আমেরিকায় রপ্তানি করছে। অন্যদিকে চিনের এখন বাজারের ক্ষতি পূরণ সামলাতে গিয়েই হিমশিম অবস্থা। 

এমনকি জিনপিং সরকার এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের সঙ্গে বাণিজ্য ঘনিষ্ঠ করতেও চাইছে। বলে রাখি, ভারতের সঙ্গে তাদের রপ্তানি সম্প্রতি 12.4% বেড়েছে, আর এখন মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়ে আছে 11.3 বিলিয়ন ডলারে। 

আরও পড়ুনঃ ৭ টাকায় চলবে ১৫০ কিমি! মাত্র ৬৫ হাজারে বাজার কাঁপাতে আসছে সেরা ইলেকট্রিক স্কুটার

আমদানিতেও রেকর্ড ভারতের

এদিকে রিপোর্ট বলছে, মে মাসে ভারত মোট আমদানি করেছে 7.6 বিলিয়ন ডলার। পাশাপাশি তেল ও সোনা আমদানি 12% বৃদ্ধি পেয়েছে, যা এখন 41.2 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য আমদানি 27.5% বেড়ে 9.1 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ভারত যেখানে মে মাসে 71 বিলিয়ন ডলার রপ্তানি করতে পেরেছে, সেখানে সন্ত্রাসের দেশ পাকিস্তান 2024-25 অর্থবর্ষে মোট রপ্তানি করেছে মাত্র 24 বিলিয়ন মার্কিন ডলার। আর এই বিরাট ফারাক দেখেই বোঝা যাচ্ছে যে, ভারতের থেকে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান ঠিক কতটা পিছিয়ে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join