সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তানের (India-Pakistan) বরাবরই সাপ নেউলে সম্পর্ক। কাশ্মীর থেকে করাচি, সবসময়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে টুকটাক লেগেই রয়েছে। আর সেই আগুনে যেন আরও ঘি ঢেলেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি যা বক্তব্য রেখেছেন, তাতে নতুন করে প্রশ্ন উঠে আসছে। যদি দুই প্রতিবেশি দেশ যুদ্ধে নামে, তাহলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ঠিক কতটা টিকে থাকতে পারবে?
১৩ লক্ষ সেনাও পাকিস্তানকে ভয় দেখাতে পারবে না?
কাশ্মীরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল মুনির উল্লেখ করেন, ১৩ লক্ষের বেশি ভারতীয় সেনা যদি পাকিস্তানকে ভয় দেখাতে না পারে, তাহলে সন্ত্রাসবাদীরাও ভারতের ভবিষ্যৎকে বদলাতে পারবে না। আর এহেন মন্তব্যে ভারতীয় মহলে ক্ষোভ উগড়ে পড়েছে। আর এখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত-পাকিস্তানের সামরিক শক্তির তুলনা।
ভারতের সামরিক শক্তি
বিশ্বজুড়ে সামরিক শক্তির নিরিখে হিসাব বলছে, ভারতের সক্রিয় সেনার সংখ্যা প্রায় ১৪.৫ লক্ষ। এমনকি এর বাইরেও আরো ২৫ লক্ষের বেশি আধাসামরিক বাহিনী রয়েছে। সূত্রের খবর, ভারতের স্থলসেনার হাতে রয়েছে প্রায় ৪৫০০টি ট্যাঙ্ক। পাশাপাশি ৫০ হাজারের বেশি সাজোয়া যান এবং হাউইটজার, পিনাক রকেট লঞ্চার, ব্রাহ্মোস মিসাইল রয়েছে ভারতের দরবারে।
ভারতের বিমানবাহিনী
শুধু স্থলবাহিনী নয়, ভারতের বিমানবাহিনীর হাতে রয়েছে প্রায় ২২৭৯টি বিমান, যার মধ্যে রাফায়েল, সুখোই Su-30MKI, মিগ-২৯ এর মত যুদ্ধবিমানগুলি তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া রয়েছে ৮৩১টি সহায়ক বিমান, ৯০০টি হেলিকপ্টার এবং একাধিক ড্রোন ও রাডার সিস্টেম। এছাড়াও ভারতের দখলের রয়েছে ব্রহ্মোস, আকাশ, রুদ্রম নামের উচ্চ প্রযুক্তির সব মিসাইল সিস্টেম।
ভারতের নৌবাহিনী
সূত্র বলছে, ভারতের নৌবাহিনীর হাতে বর্তমানে ১৫০টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ২টি বিমানবাহী রণতরীও রয়েছে। এছাড়া রয়েছে পারমাণবিক সাবমেরিন, ডেস্ট্রয়ার, কর্ভেট-সহ শক্তিশালী সব অস্ত্রভান্ডার। এমনকি কর্মীর সংখ্যা রয়েছে ১.৪ লক্ষের বেশি।
পাকিস্তানের সামরিক শক্তি
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা বর্তমানে ৬.৫ লক্ষ। তবে আধাসামরিক বাহিনী এবং রিজার্ভ মিলিয়ে সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। তবে ভারতের তুলনায় সেই সংখ্যা অর্ধেক। এখন পাক সেনার হাতে রয়েছে বর্তমানে ৩৭৪২টি ট্যাঙ্ক, ৫০ হাজারের বেশি সাঁজোয়া যান, ৭৫২টি স্ব-চালিত আর্টিলারি এবং ৬৯২টি মোবাইল রকেট লঞ্চার। এই সংখ্যাগুলি ভারতের তুলনায় অনেকটা কম হলেও অঞ্চলভিত্তিক কৌশলে কিছুটা প্রভাব আনতে পারে।
পাকিস্তানের বিমানবাহিনী
পাকিস্তানের বিমানবাহিনীতে রয়েছে ১৪৩৪টি বিমান। আর যার মধ্যে রয়েছে ৩৭৮টি যুদ্ধবিমান। কিন্তু এদের মধ্যে অনেকগুলি পুরনো মডেলের, যেমন F-16, JF-17 Thunder। এদিক দিয়ে বিবেচনা করলে ভারতের আধুনিক এবং উন্নত প্রযুক্তির মুখোমুখি দাঁড়াতে কিছুটা ভয়ে কাঁপতে পারে পাকিস্তান।
পাকিস্তানের নৌবাহিনী
সুত্রের খবর, পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে ১১৪টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে ৮টি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট। যদিও সংখ্যায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে, তবুও আরবসাগর এবং সীমান্তবর্তী এলাকায় কিছুটা কৌশলগত অবস্থান করে তারা আঘাত হানতে পারে।
আরও পড়ুনঃ BSF-র ক্যাম্পের জন্য নিজের ঘরও ছাড়তে রাজি! NCW-র কাছে কাতর আর্জি দুর্গতদের
তবে পাক সেনাপ্রধানের এই বক্তব্য যতই বিতর্ক তৈরি করুক না কেন, বাস্তবে একেবারেই স্পষ্ট উঠে আসছে যে, সেনার সংখ্যা, অস্ত্রভাণ্ডার, প্রযুক্তি, কৌশলগত দিক থেকে ভারতের থেকে কয়েকগুণ পিছিয়ে পড়শি দেশ। তাই ভবিষ্যতে যদি যুদ্ধ বেঁধেও যায়, তাহলে তা পাকিস্তানের পক্ষে খুব একটা সাফল্য আনবে না বলা চলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |