পাক গোলায় উরিতে মৃত মহিলা, পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনা

Published on:

India Pakistan Tension

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুরের’ পরই কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছিল যে তাদের এই হামলার লক্ষ্য শুধুমাত্র জঙ্গিদের নিধন, পাকিস্তানের সেনাঘাঁটি এবং সামরিক প্রতিষ্ঠান ধ্বংস (India Pakistan Tension) করা নয়। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী টার্গেট করার চেষ্টা করল সেই ভারতীয় সেনাঘাঁটিগুলিকেই। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত নানা জায়গায় গোলাগুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। টার্গেট করা হয়েছে স্কুলগুলিতে। আর এই আবহে এবার বারামুলা জেলার উরিতে পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলার উরিতে একটি গাড়ির উপরে পাকিস্তানের ছোড়া গোলা এসে আছড়ে পড়ে। গাড়িটি সেই সময় রাজারওয়ানি থেকে বারামুলা যাচ্ছিল। বিস্ফোরণের জেরে রাজারওয়ানির বাসিন্দা বসির খানের স্ত্রী নার্গিস বেগমের মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা হাফিজা নামের আরেক মহিলা গুরুতর জখম হন। তাঁকে দ্রুত জিএমসি বারামুলায় ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জায়গায় খুবই ভয়ঙ্কর দশা। গোলাবর্ষণে বহু স্কুল ঘরবাড়ি ধূলিসাৎ।

৫০টি পাক ড্রোনকে গুলি করল ভারত

এখনও শান্ত হয়নি উরি। সেখানকার রামপুরে পাকিস্তানের গোলাবর্ষণ এখনও চলছে। তবে এইমুহুর্তে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ আপডেট পাওয়া গিয়েছে যে, পশ্চিম সীমান্ত বরাবর নানা জায়গায় রাতভর ড্রোন হামলা চালাতে চেষ্টা করে পাকিস্তান। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। আর এর পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ৫০টি পাক ড্রোনকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। এমনকি ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটে কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে আজ শুক্রবার ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ভারতে কোনও ড্রোন হামলা চালায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ দেশের ঊর্ধ্বে কিচ্ছু নয়! ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL

এদিকে যুদ্ধ পরিস্থিতিতে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। জানা গিয়েছে আজ, শুক্রবার জম্মুর সীমান্তবর্তী অঞ্চল দেখতে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নানা আলোচনা করা হচ্ছে। গতকাল মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরেও ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group