প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত মঙ্গলবার রাতে পহেলগাঁও হামলার পাল্টা জবাব দিতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল। ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ২৫ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটি। কিন্তু এই হামলা ভালোভাবে গ্রহণ করেনি পাকিস্তান। যদিও ভারতের আক্রমণের লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দমন করা, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ থাকবে ATM!
এদিকে পাকিস্তান ‘অপারেশন সিন্দুর’-এর এই প্রত্যাঘাত (India Pakistan Tension) এর জবাব দেওয়ার জন্য ভারত পাক সীমান্তে বেসামরিক এলাকায় আক্রমণ শুরু করে। যদিও তাদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ করেছে ভারতীয় সেনা। একের পর এক কড়া জবাব দেওয়া হচ্ছে তাঁদের। সামগ্রিকভাবে, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার নাকি দুই তিনদিন ATM বন্ধ থাকার খবর উঠে আসছে। শুধু তাই নয় জরুরি প্রস্তুতির ক্ষেত্রে আগাম গ্যাস সিলিন্ডার কিনে রাখার পরামর্শ দিয়েছে সরকার। আর এই নিয়ে তাই এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেশ জুড়ে।
ভুয়ো খবর বলে দাবি সরকারের
কিন্তু বিশেষ সূত্র মাধ্যম জানা গিয়েছে যে এই সব খবরই সম্পূর্ণ ভুয়ো। এমনিতে ভারত এবং পাকিস্তানের সংঘাতের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের রমরমা শুরু হয়েছে। বিশেষত পাকিস্তান বা পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। তাই এবার সেই নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, সাইবার হানায় আশঙ্কায় দু’তিনদিন দেশজুড়ে এটিএম বন্ধ থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। স্বাভাবিকভাবেই এটিএম চলবে।
ব্যাঙ্কিং ক্ষেত্রে নিরাপত্তার জন্য বৈঠক
অন্যদিকে সাইবার হানা প্রসঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গিয়েছে, দেশের ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবার সাইবার সুরক্ষার বিষয়টি সুরক্ষিত করতে সম্প্রতি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভারতের ডিজিটাল দুনিয়ায় যাতে কোনওরকম প্রভাব না পড়ে, তার জন্য একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও গ্যাস সিলিন্ডার আগাম কিনে রাখা নিয়েও মুখ খুলল ইন্ডিয়ান অয়েল।
আরও পড়ুনঃ রাওয়ালপিণ্ডির নূর খান সহ পাকিস্তান সেনার ৩ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত
এই বিষয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে যে, আতঙ্কে পড়ে দেশবাসীকে জ্বালানি তেল বা LPG গ্যাস সিলিন্ডার আগাম কিনে রাখার কোনো দরকার নেই। কারণ ইন্ডিয়ান অয়েলের কাছে যথেষ্ট পরিমাণে জ্বালানি তেল বা এলপিজি গ্যাস সিলিন্ডার আছে। হুড়োহুড়ি করার কোনও দরকার নেই বলে স্পষ্ট জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।