বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাটা তৈরি হয়েছিল আগেই। এবার সেটাই সত্যি হওয়ার পথে। ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি করতে ভারতেই তৈরি হবে 114টি মেড ইন ইন্ডিয়া রাফাল যুদ্ধবিমান (India Rafale Deal)। সেই মতোই, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের হাতে এসে পৌঁছেছে প্রস্তাব।
NDTV-র রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সের সংস্থা দাসো অ্যাভিয়েশনের সাথে হাত মিলিয়ে যৌথভাবে এই যুদ্ধবিমানগুলি তৈরি করবে দেশের একাধিক এয়ারোস্পেস সংস্থা। কত খরচ হবে তাতে? শোনা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার স্বার্থে যুদ্ধবিমানগুলি তৈরি করতে কেন্দ্রের মোট ব্যয় 2 লক্ষ কোটি টাকার বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন মিললেই শুরু হবে রাফাল তৈরির কাজ
আপাতত যা খবর, 114টি মেড ইন ইন্ডিয়া রাফাল যুদ্ধবিমান তৈরির যে প্রস্তাব ভারতীয় বায়ুসেনার তরফে জমা পড়েছে, সেগুলি বর্তমানে খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন দপ্তর। এই প্রক্রিয়া শেষ হলে বিষয়টি যাবে ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড এবং ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে। যেখান থেকে অনুমোদন পাওয়া গেলেই রাফাল তৈরির পথে ইতিহাস গড়বে ভারত।
অবশ্যই পড়ুন: শেষবার হয় ঝামেলা, রবিবার সুফিয়ানের সঙ্গে পুরনো হিসেব মিটিয়ে নেবেন অভিষেক শর্মা!
অপারেশন সিঁদুরে রাফালের গুরুত্ব বুঝেই এই সিদ্ধান্ত
এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে 62টি রাফাল যুদ্ধবিমান। নতুন করে দেশের মাটিতে 114টি রাফাল তৈরি হলে ভারতে এই যুদ্ধবিমানের সংখ্যা গিয়ে দাঁড়াবে 176 এ। বলা বাহুল্য, এর আগে ভারতীয় বায়ুসেনার বহরে 36টি রাফাল জুড়েছে, নৌবাহিনীর জন্যও কেনা হয়েছে 36টি যুদ্ধবিমান। তবে এবারের চুক্তি ভারতের ইতিহাসে রাফাল যুদ্ধবিমানের সবচেয়ে বড় চুক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বিশ্লেষক মহলের দাবি, অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে একের পর এক সাফল্যের পরই এই যুদ্ধবিমানটির গুরুত্ব বুঝেছিল ভারতীয় সেনাবাহিনী। আর এরপর থেকেই, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে রাফালের সংখ্যা বাড়ানোর আবেদন জানাতে থাকে তারা। অবশেষে সেই আবেদন থেকেই, দূরপাল্লার এয়ার টু গ্রাউন্ড মিসাইল, অর্থাৎ স্ক্যালপ মিসাইলের থেকেও উন্নত এবং শক্তিশালী রাফাল যুদ্ধবিমান তৈরির পথে হেঁটেছে নয়া দিল্লি। যা আগামী দিনে আকাশরক্ষায় ভারতের অন্যতম ভরসা হয়ে উঠবে। সেই সাথে, মেড ইন ইন্ডিয়া বিমানগুলি পাওয়া গেলে আত্মনির্ভরতার পথেও কয়েক ধাপ এগিয়ে যাবে ভারত।