Indiahood-nabobarsho

বদলে যাবে সময়? ভারতে চালু হচ্ছে ‘ওয়ান নেশন ওয়ান টাইম’, জানুন কী কী সুবিধা মিলবে

Published on:

india ready to start one nation one time

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রযুক্তির দিক থেকে একেরপর এক উন্নতি করে চলেছে ভারত। ইতিমধ্যেই মহাকাশে একাধিক স্যাটেলাইট পাঠানো হয়েছে চালু করা হয়েছে দেশের নিজস্ব জিপিএস সিস্টেম। এরই মাঝে জানা গেল চালু হয়ে গেল ‘ওয়ান নেশন ওয়ান টাইম’ (One Nation One Time)। তবে কি নতুন করে সময়ের পরিমাপ চালু হবে? না, সময় যেমন দেখা হয় তেমনই দেখা যাবে। তবে এবার প্রতিটা মানুষ উপকৃত হবেন এই ওয়ান নেশন ওয়ান টাইমের জেরে। কীভাবে?  চলুন জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে চালু হবে ওয়ান নেশন ওয়ান টাইম

আসলে আমরা যে সকল ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করি যেমন স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ ইত্যাদি অর্থাৎ যেখানে ঘড়ি দেখা যায় তার সবটাই চলে জিপিএস স্যাটেলাইট টাইম অনুযায়ী। তবে এবার দেশের জিন্সটা জিপিএস এর এতে স্যাটেলাইট সংযুক্তিকরণ করা হয়েছে। ফলে অটোমেটিকভাবেই টাইম আপডেট হয়ে যাবে। আর ভারতের সময়ের উপর শুধুমাত্র ভারতেরই কন্ট্রোল থাকবে।

বড় শহরে চালু হল পরিষেবা

ভারত সরকারের মতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গোটাদেশে লাগু করতে হবে। এই মর্মে একটি খসড়া ‘ওয়ান নেশন ওয়ান টাইম’ তৈরি করা হয়েছে। যেটা ভারতকে আত্মনির্ভর করে তুলবে। ইতিমধ্যেই দেশের বড় শহর যেমন বেঙ্গালুরু, আহমেদাবাদ, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে চালু হয়ে গিয়েছে এই ব্যবস্থা। অর্থাৎ ইন্টারনেট কানেকশন না থাকলেও স্মার্টফোন বা ল্যাপটপের টাইমের কোনো পরিবর্তন হবে না। একেবারে সঠিক সময় দেখাবে সবাই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতে জিপিএস স্যাটেলাইটের আবিষ্কার

সেই কার্গিলের যুদ্ধের সময় থেকেই স্যাটেলাইট নিয়ে কাজ শুরু হয় ভারতে। শুত্রুরা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে সেটা জানতেই প্রথম স্যাটেলাইট ব্যবহার করা হয়েছিল। তবে সেসব এখন কয়েক দশক পুরোনো। এই সময়ের মধ্যে জিপিএস প্রায় সমস্ত জিনিসের সাথে যুক্ত হয়ে গিয়েছে। যার ফল স্বরূপ ঘড়িতে দেখানো সময় অটোমেটিক ঠিক সময়ই দেখাবে। এই ধরণের ঘড়ি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, ব্যাঙ্কিং, ডিফেন্স সমস্ত ক্ষেত্রে অনেক সাহায্য করবে।

আরও পড়ুনঃ চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথামত সমস্ত দিক থেকেই আত্মনির্ভর হতে চাইছে ভারতবর্ষ। তাই টেকনোলজির দিক থেকেও বাকিদেশের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি আনার কাজ শুরু হয়েছে। তাছাড়া সম্প্রতি চিনের AI মডেল ডিপসিক চারিদিকে ভাইরাল হওয়া পর আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের নিজস্ব AI মডেল তৈররি কথাও ঘোষণা করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group