আমেরিকার শুল্ক আরোপ নীতির পাল্টা চাল ভারতের

Published on:

India responds to America's tariff policy!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপ নীতির জ্বালায় জ্বলছে গোটা বিশ্ব। যন্ত্রনা ভুক্ত দেশগুলির তালিকায় চিন, মেক্সিকো, কানাডার পাশাপাশি রয়েছে ভারতও (India)। এমতাবস্থায়, 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া আমেরিকান ট্রারিফের পাল্টা জবাব তৈরি করে ফেলেছে কানাডা ও চিনের মতো দেশগুলি। আর এরই মাঝে নতুন চাল দিল নয়া দিল্লি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আমেরিকাকে পাল্টা জবাব ভারতের?

ট্রাম্প প্রশাসনের মোটা শুল্কের চাপে একেবারে জর্জরিত চিন, কানাডা, মেক্সিকো, ভারত সহ একাধিক দেশ। এহেন আবহে, চিনের পাল্টা কৌশলের মাঝে আমেরিকার ওপর মোটা কর না চাপিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত। জানা যাচ্ছে, চিন-কানাডা ট্যারিফ বসালেও সেই পথে হাঁটবে না কেন্দ্র।

বরং আমেরিকার সাথে দ্রুত বাণিজ্য চুক্তি সেরে রাখতে চাইছে দিল্লি। সূত্রের খবর, 9 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে আমেরিকান শুল্ক। আর এই নির্ধারিত সময়ের আগেই ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি করে বড় চাল দিতে চলেছে কেন্দ্র।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতকে বড় ছাড় দিয়েছে আমেরিকা

রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় রপ্তানিকৃত ভারতীয় পণ্যের ওপর 26 শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তবে কর চাপালেও সেমিকন্ডাক্টর, তামা ও ফার্মাসিউটিক্যাল পণ্যের ট্যারিফে ভারতকে বড় ছাড় দিয়েছে আমেরিকার প্রশাসন। তবে শোনা যাচ্ছে, ট্রাম্পের শুল্কের চাপে দাম বাড়তে পারে গ্রহরত্ন থেকে শুরু করে সোনা গহনা, অটো পার্টস ও ইলেকট্রনিক সরঞ্জামের।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের বোলিং কোচ হলেন KKR প্রাক্তনী, ক্ষোভে ফুঁসছেন পাক সমর্থকরা

প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার পারস্পারিক শুল্ক আরোপ নীতির প্যাঁচে পড়ে রুখে দাঁড়িয়েছে চিন। বেজিং জানিয়েছে, তারাও আমেরিকার ওপর 34 শতাংশ ট্র্যারিফ বসিয়ে একই ব্যবহার করবে। সমগোত্রীয় ব্যবস্থা গ্রহণ করবে কানাডাও। অন্যদিকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম জানিয়েছে তারা আমেরিকার ওপর কোনও রকম শুল্ক বসাতে চায়না। ভিয়েতনাম সরকারের তরফে জানানো হয়েছে, আমেরিকার সাথে শুল্ক খেলায় না মেতে ট্রাম্পের সাথে বাণিজ্য চুক্তি করতে চায় তারা। এবার একই পথ ধরে হেঁটে লাভের রাস্তা খুঁজছে দিল্লিও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group