সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে ফের বড় ধাক্কা দিল ভারত!

Published on:

India sends another strong message to Pakistan over Indus Waters Treaty

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Water Treaty) নিয়ে এবার কান্না জুড়েছে পাকিস্তান! পশ্চিমের দেশ থেকে দিল্লিতে এসে পৌঁছেছে একাধিক চিঠি। ইসলামাবাদ চাইছে, এবারের মতো জল চুক্তি পুনর্বহাল করে দিক দিল্লি।

তাহলে কি সেই দাবিতেই পড়বে সিলমোহর? কী চাইছে কেন্দ্র? প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টোর যুদ্ধের হুঁশিয়ারির পর কি এবার পুরনো অবস্থান থেকে সরে দাঁড়াবে ভারত? উত্তর দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল।

পাকিস্তানের অনুরোধের পর এবার কোন পথে হাঁটবে ভারত?

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত কয়েক সপ্তাহে ভারতে ভুরি ভুরি চিঠি এসেছে পাকিস্তান থেকে। সন্ত্রাসবাদের আশ্রয়দাতার প্রধান বক্তব্য, সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ফের চিন্তাভাবনা করুক ভারত। পুনর্বহাল করা হোক সিন্ধু চুক্তি। সেই মর্মে, চিঠি দেওয়ার পাশাপাশি যুদ্ধের হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী, সাংসদরা।

এমতাবস্থায়, পাকিস্তানের থেকে একাধিক চিঠি পাওয়ার পর বড় বার্তা দিলেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী পাতিল। সম্প্রতি, পাকিস্তানের তরফে সিন্ধু চুক্তি পুনর্বহাল করার বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পাকিস্তানের তরফে এই চিঠিগুলি আসলে ফরমালিটি। এতে দিল্লির অবস্থানে কোনও পরিবর্তন আসবে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বৃহস্পতিবার নয়া দিল্লির একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে সিন্ধুর জল চিক্তি প্রসঙ্গে একাধিক প্রশ্ন পেয়েছিলেন জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। আর তার উত্তরেই কেন্দ্রের ওই মন্ত্রী সাফ জানিয়ে দেন, সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান যেসব চিঠি পাঠাচ্ছে এটা শুধুমাত্র ফরমালিটি। এর প্যাঁচে পড়বে না ভারত! সিন্ধু জল চুক্তি নিয়ে দিল্লি যে সিদ্ধান্ত নিয়েছে তাই বহাল থাকবে। এদিন মূলত, প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীর যুদ্ধের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে একেবারে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে বড়সড় ক্ষতি হয়ে গেল টিম ইন্ডিয়ার!

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলওয়াল হুশিয়ারি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলচুক্তি পুনর্বহাল না করা হলে সিন্দুর 6টি নদীই কব্জা করে নেবে পাকিস্তান। শুধু তাই নয়, এদিন ভুট্টো আরও বলেছিলেন, যত দ্রুত সম্ভব সিন্ধু জলচুক্তি নিয়ে সিদ্ধান্ত জানানোর পাশাপাশি চুক্তিটি পুনর্বহাল করে দিক ভারত। তবে তা না হলে, যুদ্ধের জন্যও প্রস্তুত ইসলামাবাদ। প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীর এমন বক্তব্যকে কার্যত ধাক্কা দিয়ে পুরনো সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥