অপারেশন সিঁদুরে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারত! দাবি IAF প্রধানের

Published:

Operation Sindoor
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং। 93 তম বিমান দিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে তিনি জানালেন, চলতি বছরের মে মাসে সংগঠিত অপারেশন সিঁদুরে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে। আর এর মধ্যে আমেরিকার F-16 এবং চিনের JF-17 ছিল।

অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরাট ক্ষতি

বিমানবাহিনীর প্রধান এদিন স্পষ্ট জানিয়েছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাঁচটি ফাইটার জেট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি এর মধ্যে ছিল F-16 এবং JF-17 ক্লাসের বিমানগুলি। সবথেকে বড় ব্যাপার, তাদের নজরদারি বিমানও বাতাসে গুঁড়িয়ে গিয়েছে। আর পাকিস্তানের অন্যান্য ক্ষতির মধ্যে রাডার সিস্টেম, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গারও ছিল। এমনকি তিনি দাবি করেছেন, ভারতের বিমানগুলোর ক্ষতি হওয়া সম্পর্কিত পাকিস্তানের দাবিও সম্পূর্ণ ভুয়ো।

এদিকে অমর প্রীত সিং জানিয়েছেন, এই সংঘাতের মধ্যে সবথেকে দীর্ঘ দূরত্বের আঘাত ছিল প্রায় 300 কিলোমিটার দূর থেকে। এটাই ভারতীয় সামরিক বাহিনীর আধুনিক অস্ত্রের ক্যালমা। এ.পি. সিং বলেছেন, অপারেশন সিঁদুর তিন সেনাবাহিনীর সমন্বয়ের যৌথ অভিযান। ভারতীয় সেনাবাহিনী লক্ষ্য নিয়ে অভিযান শুরু করে দ্রুত সব গুঁড়িয়ে দিয়েছে। এমনকি গোটা বিশ্ব এই অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিতে পারে।

আরও পড়ুনঃ ‘আমার স্বামী নির্দোষ!’ সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ গীতাঞ্জলী

ভবিষ্যতের জন্য পরিকল্পনা

প্রসঙ্গত, IAF প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিরক্ষা শক্তিকে বৃদ্ধি করার জন্য প্রতিবছরে সুদর্শন চক্র, এয়ার ডিফেন্স সিস্টেম সহ আরও নতুন 30 থেকে 40টি বিমান সংযুক্ত করা হবে। এমনকি উত্তর সীমান্তে নতুন এয়ারবেস সহ অন্যান্য অবকাঠামগত উন্নয়ন করা হচ্ছে। আর S-400 ডিফেন্স সিস্টেমের ইতিমধ্যেই তার খেল দেখিয়েছে। এমনকি আরও এরকম অনেক সিস্টেম স্থাপনের আলোচনা চলছে। ফলত ভবিষ্যতে ভারতের সামরিক খাত যে অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ এগিয়ে থাকবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join