সৌভিক মুখার্জী, কলকাতা: রাতের আকাশে নিঃশব্দে হামলা চালাচ্ছিল। তবে সকালে ঘুম ভাঙতেই জানা গেল, ভারত নাকি পাকিস্তানের (2025 India-Pakistan Standoff) ভিতরে ঢুকে আটটি সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে। যার জেরে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্তে। অপারেশন সিঁদুরের যেন আরও এক জলজ্যান্ত উদাহরণ।
পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা শনিবার ভোরে পাল্টা আঘাত হেনেছে। অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের ভিতরে থাকা আটটি সামরিক ব্যবস্থাপনাকে পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী।
সূত্রের খবর, এই সামরিক ঘাঁটিগুলির মধ্যে ছিল রাডার ইউনিট, অস্ত্রাগার, কমান্ড অফ কন্ট্রোল সেন্টার সহ বেশ কিছু ঘাঁটি। এমনকি লক্ষ্য আঘাত থানা হয়েছিল রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, ও শিয়ালকোটের মতো কিছু গুরুত্বপূর্ণ জায়গায়। এই তথ্য জানা যায় ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশির কণ্ঠে।
দেওয়া হলো পাকিস্তানের আগ্রাসনের জবাব
গত 22 এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জেরে 26 জন পর্যটক প্রাণ হারান। এমনকি বেশ কয়েকজন সেনাও সেখানে শহীদ হন। তারপর থেকেই সীমান্তে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের তরফে চালানো হয় ফাইটার জেট, সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ ভারী সব কামান হামলা।
জানা যাচ্ছে, 26 টির বেশি জায়গায় ভারতে ঢোকার চেষ্টা চালায় পাকিস্তানি ড্রোন। কিছু ড্রোন ভারতের বিভিন্ন এয়ারবেস লক্ষ্য করে আক্রমণও চালায়। সূত্রের খবর, পাকিস্তানের তরফ থেকে চালানো ড্রোন হামলায় জন্মু ও কাশ্মীরের তিনটি এয়ারবেসের হাসপাতাল ও স্কুলভবন বিরাট ক্ষতিগ্রস্ত হয়। তবে অন্যান্য জায়গায় সেরকম কোনো ক্ষয়ক্ষতি হান্তে পারেনি।
ভারতীয় বাহিনীর পাল্টা আক্রমণ
এদিকে কড়া নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার জেরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় 300 থেকে 400 ড্রোনকে গুড়িয়ে দেয়। এমনকি কিছু ড্রোন অমৃতসর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটসহ সীমান্তবর্তী এলাকায় ঢুকতে গেলেও সঙ্গে সঙ্গে গুলি করে সেগুলোকে নামিয়ে না হয়।
সূত্রের খবর, শনিবার ভোর 5 টায় পাকিস্তান ফের একাধিক ড্রোন পাঠায় ভারতের বেসামরিক অঞ্চলে আঘাত হানার উদ্দেশ্যে। তবে সেগুলি ভারতীয় আর্মির প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয়। এখন ভারতীয় বাহিনীর কাছে স্পষ্ট ইঙ্গিত – যতক্ষণ পাকিস্তান আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ তারা উপযুক্ত জবাব দেবে।
পাকিস্তান চালাচ্ছে মিথ্যা প্রচার
এদিকে কাঙালের দেশ পাকিস্তান বারবার ভুয়ো তথ্য বা মিথ্যা তথ্য সামনে আনছে। তারা নাকি ভারতের আদমপুরে থাকা S-400 প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নাগরোটার ব্রহ্মোস মিসাইল বেস, চণ্ডীগড়ের অস্ত্রাগারসহ একাধিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত উদ্ভট দাবি করে বেড়াচ্ছে জঙ্গিদের দেশ।
আরও পড়ুনঃ অস্ত্র কেনার ক্ষেত্রে কাতারের চেয়েও এগিয়ে ভারত, পাকিস্তান কোথায়? তালিকা দেখলে অবাক হবেন
আর এই সমস্ত ভুয়ো ও মিথ্যা দাবিকে উদ্দেশ্য করেই করা হচ্ছে বলে মনে করছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানিয়েছেন, পাকিস্তান যে ভুয়ো প্রচার চালিয়ে বেড়াচ্ছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই। বরং দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনাকে বাড়ানোর জন্য এই পদক্ষেপ