বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুজনেই সন্ত্রাসবাদের দেশ পাকিস্তানের প্রশ্রয়দাতা! হ্যাঁ, সাম্প্রতিক সময়ে ভারতের (India) সাথে দূরত্ব যত বেড়েছে, চিন ও তুরস্কের সাথে পাকিস্তানের সখ্যতা ততই গভীর হয়েছে। বর্তমানে ভারতের সাথে সংঘর্ষের মাঝে পশ্চিম দিকের দেশকে সামরিক অস্ত্রশস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে সাহায্য করে চলেছে চিন ও ইসলামের দেশ তুরস্ক।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রায় সব ক্ষেত্রেই চিন ও তুরস্কের দেওয়া ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে পাকিস্তান। মূলত সেই কারণেই এই দুই বিরোধী দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে চলেছে দিল্লি! বলা বাহুল্য, পাকিস্তান ও বাংলাদেশের পর এই প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে নানান কুৎসা ও অপপ্রচারের কারণে চিন এবং তুরস্কের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করল কেন্দ্র।
ভারতের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়াচ্ছিল এই মিডিয়াগুলি
বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, পাকিস্তানের সাথে সংঘাতের আবহে ভারতের বিরুদ্ধে একাধিক ভুয়ো তথ্য ও অপপ্রচার চালাচ্ছিল চিনা সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস ও সিনহুয়া। অন্যদিকে, তুরস্কের TRT ওয়ার্ল্ডের তরফেও পাকিস্তানের সাথে সংঘাত নিয়ে একাধিক ভারত বিরোধী তথ্য ছড়ানো হয়েছে।
সূত্র বলছে, মূলত এই অপকর্মকে সামনে রেখে এবার চিনের গ্লোবাল টাইমস ও চিনা কমিউনিস্ট পার্টির অন্যতম মুখপত্র সিনহুয়া নিউজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র। একইভাবে পাকিস্তানকে ন্যায়ের খাতায় রেখে ভারতের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে তুরস্কের শীর্ষস্থানীয় সম্প্রচারকারী সংবাদমাধ্যম TRT ওয়ার্ল্ড নিউজের X হ্যান্ডেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিল ভারত।
জানা যায়, পাকিস্তানের তরফে ভারতের মিসাইল ধ্বংস, রাশিয়ার তরফে পাওয়া ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বা সুদর্শন চক্র ধ্বংস, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা, পাকিস্তানে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস, পাকিস্তানের বুকের ওপর দাঁড়িয়ে সাধারণ জনগণের ওপর ভারতীয় বায়ুসেনার অকথ্য অত্যাচার সহ একাধিক ভুয়ো তথ্য নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিল চিন ও তুরস্কের এই সংবাদমাধ্যমগুলি।
অবশ্যই পড়ুন: বিদেশিদের নিয়ে মাথায় আকাশ ভাঙল একাধিক দলের! কাদের পাচ্ছে না KKR?
উল্লেখ্য, চিন ও তুরস্কের পাশাপাশি একেবারে কাছের পড়শি বলা চলে সর্বদা উপকার পেতে হাত বাড়িয়ে থাকা বাংলাদেশও পাকিস্তানের সাথে সংঘাতের আবহে ভারতকে নিয়ে একাধিক অপপ্রচার চালিয়েছে। সেদেশের বেশ কিছু নামজাদা সংবাদমাধ্যম ভারতীয় সেনাবাহিনীকে কালিমালিপ্ত করতে অসংখ্য ভুয়ো তথ্য নিজেদের সংবাদ পৃষ্ঠায় তুলে ধরেছিল। মূলত সেই কারণেই বাংলাদেশের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করে ভারত। এবার সেই চেনা পথ ধরে চিন ও তুরস্কের ওপর কার্যত লাঠি চালাল দিল্লি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |