১০,০০০ কিমি গতি, হার মানবে সুদর্শন চক্রও! ব্রহ্মোসের ভয়ঙ্কর সংস্করণ তৈরির পথে ভারত

Published on:

India to build Brahmos 2K report

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসের ভারত-পাক সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বুঝে গিয়েছে গোটা বিশ্ববাসী। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহের মৃত্যুর প্রতিশোধ নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরিকল্পনায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তে পাকিস্তানের বুকে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। আর সেই অভিযানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের অন্তত 9টি বিমান ঘাঁটি।

ধুলোয় মিশিয়ে দেওয়া হয় পাক সন্ত্রাসীদের আস্তানা। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। আর এসবের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ভারতের ব্রহ্মোস মিসাইল। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব ব্রহ্মোস ব্যবহার করে পাক ভূখণ্ড কাঁপিয়ে দিয়েছিল বায়ুসেনা।

শোনা যাচ্ছে, গোটা বিশ্বের যুদ্ধ পরিস্থিতিকে মাথায় রেখে, রাশিয়ার সহায়তায় এবার সেই ব্রহ্মাস্ত্রকে আপগ্রেড করার কাজ সারছে ভারত। News 18-এর প্রতিবেদন অনুযায়ী, শত্রুপক্ষকে শায়েস্তা করতে এবার রাশিয়ার হাত ধরে ব্রহ্মোস মিসাইলের উন্নত সংস্করণ নিয়ে আসতে চলেছে দিল্লি। যা আগের ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ও বিপদজনক হতে চলেছে।

শত্রুর ঘাম ছোটাবে ব্রহ্মোসের নতুন সংস্করণ

রিপোর্ট বলছে, রাশিয়ার সহযোগিতায় ভারত ব্রহ্মোসের যে নতুন সংস্করণটি তৈরি করছে তা মূলত রাশিয়ার মারাত্মক 3M22 জিরকন ক্ষেপণাস্ত্রের মতোই হবে। তাছাড়াও ব্রহ্মোসের এই নতুন সংস্করণটি সুপারসনিক প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। খোঁজ নিয়ে যা জানা গেল, বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটিকে হাইপারসনিক ক্রুজ মিসাইলে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে।

ইন্ডিয়া ডিফেন্স রিসার্চ উইং-র প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মোসের 2K হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি হবে খুব সম্ভবত 7 মাচ থেকে 8 মাচ অর্থাৎ ঘন্টায় প্রায় 10,000 কিলোমিটার। হিসেব করে দেখতে গেলে মাত্র এক ঘন্টারও কম সময়ে এই এক ক্ষেপণাস্ত্র গোটা পাকিস্তানকে গিলে খাবে! শুধু তাই নয়, সূত্রের খবর এই নতুন ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ থাকবে 1500 কিলোমিটার পর্যন্ত।

যেখানে বর্তমান ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা মাত্র 290 থেকে 450 কিলোমিটার। যদিও কিছু সংস্করণের ক্ষেত্রে এর পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত। তবে নতুন মিসাইলটির গতি এই ক্ষেপণাস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি হবে। বলা বাহুল্য, এই নয়া মিসাইলটি এতটাই ক্ষমতাশালী হতে চলেছে যা S-400 (সুদর্শন চক্র), THAAD এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও সহজেই ফাঁকি দিতে পারবে, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

India to build Brahmos 2K report

অবশ্যই পড়ুন: চোটের মাঝেও নেই নিস্তার! অলরাউন্ডার নীতিশ রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

শীঘ্রই হতে পারে চুক্তি

চলতি বছরেই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ব্রহ্মোসের নতুন সংস্করণ নিয়ম চলছে তোরজোর চলছে ভারতে! এমতাবস্থায়, ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, হয়তো ভারত সফরে এসেই ব্রহ্মোস 2K হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের যৌথ উন্নয়নের জন্য ভারতের সাথে চুক্তিতে আসতে পারে রাশিয়া। আসলে ভারতের সাথে যুগ যুগান্তরের বন্ধুত্ব থাকার কারণে ব্রহ্মোসের নতুন সংস্করণটির গুরুত্ব বুঝে দিল্লির সাথে বড়সড় চুক্তি করতে পারে মস্কো।

সঙ্গে থাকুন ➥