S-400 এর সংখ্যা বাড়াতে রাশিয়ার সাথে ১০,০০০ কোটির চুক্তি করবে ভারত

Published:

India To Buy More S-400 from Russia a new deal worth 10000 crore
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরেই বোঝা গিয়েছিল সুদর্শন চক্র বা S-400 এর ক্ষমতা। পাক মিসাইল ছারখার করে ভারতকে বাঁচিয়েছিল রাশিয়ার তরফে পাওয়া এই যুদ্ধের বর্ম। সেটা থেকেই শিক্ষা নিয়ে এবার S-400 এর সংখ্যা বাড়াতে রাশিয়ার সাথে অন্তত 10 হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত (India To Buy More S-400)। প্রতিরক্ষা মন্ত্রক মনে করে, রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা বাড়লে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রও অনেকটাই মজবুত হবে।

শীঘ্রই মিলবে অনুমোদন

ANI এর রিপোর্ট অনুযায়ী, বেছে বেছে পাকিস্তানি মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংসকারী S-400 বা সুদর্শন চক্রের সংখ্যা বাড়িয়ে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে খুব শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে অনুমোদনের জন্য একটি প্রস্তাব পেশ করবে প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, এ সংক্রান্ত পরবর্তী বৈঠক রয়েছে আগামীকাল অর্থাৎ 23 অক্টোবর। বিশ্লেষক মহলের দাবি, রাশিয়ার তরফে আরও S-400 ভারতে আসা মানেই, শত্রুর শিরে সংক্রান্তি।

S-400 কে ভয় পায় গোটা বিশ্ব!

গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে বেছে বেছে পাক মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করেছিল রাশিয়া থেকে ভারতে আসা S-400 বা সুদর্শন চক্র। জানা যায়, এই যুদ্ধের বর্ম মিসাইলের পাশাপাশি 300 কিলোমিটারেরও বেশি রেঞ্জে 6টি পাক যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছিল। তা দেখেই এর ক্ষমতা সম্পর্কে একটা প্রগাঢ় ধারণা হয়ে গিয়েছিল গোটা বিশ্ববাসীর। বিশেষজ্ঞ মহলের দাবি, আধুনিক যুদ্ধে রাশিয়ার এই S-400 প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা।

অবশ্যই পড়ুন: নভেম্বরে এই এক শর্তেই ভারতের ট্রফি ফিরিয়ে দেবেন নকভি

উল্লেখ্য, 2018 সালে চিনের সাথে ক্রমাগত সংঘাতের কারণে তড়িঘড়ি রাশিয়ার সাথে 5.5 বিলিয়ন ডলারে 5টি S-400 কেনার চুক্তি করেছিল ভারত। যদিও বেশ কিছু জটিল কারণে সেই সরবরাহ বিলম্বিত হয়। পরবর্তীতে সেই চুক্তির অধীনে 3টি সুদর্শন চক্র পেয়েছে ভারত। এখনও বাকি দুটি। আপাতত যা খবর, 2026-27 সাল নাগাদ বাকি দুটি S-400 ও পেয়ে যাবে নয়া দিল্লি। আর এরই মাঝে এবার আরও S-400 কেনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join