বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান উৎপাদনের কাজ সহজ করতে বিরাট পদক্ষেপ হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের। শোনা যাচ্ছে, এই মর্মে ইতিমধ্যেই জিই অ্যারোস্পেসের সাথে গতকাল অর্থাৎ শুক্রবার 113টি F404 জিই IN20 ইঞ্জিন কেনার উদ্দেশ্য একটি বড় চুক্তি করেছে তারা (India To Buy New Tejas Engine)। সবচেয়ে বড় কথা, আমেরিকা এবং ভারতের মধ্যে চলা শুল্ক উত্তেজনার মাঝে এই প্রতিরক্ষা কাঠামো চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
কবে সরবরাহ করা হবে ইঞ্জিনগুলি?
দুই দেশের মধ্যে শুল্ক সংঘাতের আবহে হঠাৎ তেজস যুদ্ধবিমানের জন্য 113টি মার্কিন ইঞ্জিনের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি সাম্প্রতিক 97টি উন্নত তেজস কেনার জন্য সরকারি চুক্তির সরবরাহতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী 2027 থেকে 2032 সালের মধ্যেই এই মার্কিন ইঞ্জিন এবং যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে জিই।
মিগ 21 এর শূন্যস্থান পূরণ করবে তজস
সম্প্রতি দীর্ঘ কর্মজীবন শেষ করে অবসর নিয়েছিল ভারতের 4 দশকের মিগ 21 যুদ্ধবিমান। আর এরপরই প্রশ্ন উঠেছিল, ভারতীয় বায়ুসেনায় এই শক্তিশালী বিমানটির শূন্যস্থান পূরণ করতে কার উপর ভরসা করবে ভারত? অভিজ্ঞ মহলের দাবি, মিগ 21 এর ফাঁকা জায়গা ভরাট করতে অনেকটাই এগিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান। যা শত্রুদের সামনে ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি করবে।
অবশ্যই পড়ুন: রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা অবধি বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প পথ
বলাই বাহুল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান উৎপাদনের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারত সরকারকে। এই সমস্যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইঞ্জিনের অভাব। সেই অভাব ঘোঁচাতেই উদ্যোগ নেয় কেন্দ্র। আর তারপরেই শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েনের আবহে ডোনাল্ড ট্রাম্পের দেশের সংস্থার সাথে চুক্তি হল ভারতের। বলে রাখি, মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আগে গত জুলাই মাসে দুই দেশের নেতার মধ্যে এক বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকেই একে অপরকে প্রতিরক্ষা সহযোগিতায় সম্মত হয় দুই দেশ। যার জেরে আগামী 10 বছরের প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি থেকেই হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডকে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের জন্য F404 মার্কিন ইঞ্জিন সরবরাহ করতে চলেছে জিই।












