সৌভিক মুখার্জী, কলকাতা: মুদ্রাস্ফীতি, মন্দার ছায়া কাটিয়ে এবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার আশার আলো দেখাচ্ছে। তাদের সাম্প্রতিক একটি রিপোর্ট (IMF Report) বলছে যে, চলতি অর্থবছরেই জাপানকে পেছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতি দেশে পরিণত হতে চলেছে।
বর্তমানে এমনিতেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। আর আমেরিকার আরোপ করা শুল্কনীতির ধাক্কা একের পর এক দেশকে পোহাতে হচ্ছে। ফলে অর্থনৈতিক দিক দিয়ে দিশেহারা হয়ে পড়ছে প্রত্যেকটি দেশ। ঠিক তখনই আইএমএফ রিপোর্ট, তলানিতে ঠেকা ভারতের অর্থনীতির (Indian Economy) মনোবল আরও বাড়িয়ে তুলছে।
বর্তমানে ভারতের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে?
আইএমএফ-র রিপোর্ট বলছে, চলতি অর্থবছরে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার 6.2% হবে। এমনকি আগামী বছরে তা সামান্য বেড়ে 6.3%-এও পৌঁছোতে পারে। যদিও এই হার পূর্বের তুলনায় কিছুটা কম। তবে বিশ্ব অর্থনীতির গড় গতি যদি আমরা বিবেচনা করি, তাহলে ভারতই এখনো এই তালিকার শীর্ষস্থান আগলে রেখেছে।
আরও পড়ুনঃ ৪ মাসের বকেয়া সহ বর্ধিত DA, কর্মী ও পেনশনভোগীদের জন্য নয়া ঘোষণা সরকারের
এমনকি আইএমএফ-র রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে, আগামী দুই বছরে বিশ্বের দ্রুত হারে বাড়তে থাকা অর্থনীতির দেশ হবে একমাত্র ভারত। আর এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে 2018 সালের মধ্যে ভারত জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে পৌঁছে যাবে।
বাকি দেশগুলি কোথায় দাঁড়িয়ে?
এদিকে বর্তমানে বিশ্ব অর্থনীতির মঞ্চে আমেরিকা, চীন, জার্মানি ও জাপান দীর্ঘদিন ধরেই তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে। তবে ভারতের এই উদীয়মান অর্থনীতি দেশগুলিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যেখানে রাজনৈতিক বা আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝে অন্যান্য দেশগুলি দিশেহারা হয়ে পড়ছে, সেখানে ভারতের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এখন দেখার ভবিষ্যতে ভারত সত্যিই এই দেশগুলিকে টপকে শীর্ষস্থান দখল করতে পারে কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |