বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। তবে উপকারী বন্ধুর সাথে সখ্যতা কমলেও সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলা চিনের সাথে বন্ধুত্ব আরও মাখোমাখো হয়েছে বাংলাদেশের। মূলত শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের হাত ধরেই ড্রাগনের দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে ওপার বাংলার।
তাছাড়াও চিনের পাশাপাশি ভারত বিরোধী তথা সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের আরও কাছে ঘেঁষেছে পদ্মা পাড়ের দেশ। এমতাবস্থায়, উপকারী বন্ধু ভারতকে ভুলে গিয়ে সন্ত্রাসী মনোভাব পোষণকারী ওরফে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা দেশগুলির সাথে ক্রমশ গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে মুজিবর থুরি ইউনূসের দেশ।
যার জেরে ভারতের সাথে নানান ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়েছে ওপার বাংলার। সম্প্রতি দিল্লির সিদ্ধান্তে স্থল পথে আপাতত নিষিদ্ধ বাংলাদেশি পণ্য আমদানি। যার জেরে ওপার বাংলার পোশাক নির্মাতা থেকে শুরু করে অন্যান্য শিল্প দ্রব্য রপ্তানিকারকদের অবস্থা যে যায় যায়, সে কথা বলার অপেক্ষা রাখে না।
ভারত বনাম বাংলাদেশের মাথাপিছু আয় (India Vs Bangladesh Per Capita Income)
প্রথমেই আসি বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রসঙ্গে। বাস্তব অর্থে বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থা ঢের ভাল। সেই সূত্রে বলে রাখি, বর্তমানে বাংলাদেশের GDP 467.22 বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলেই দাবি করছে একাধিক রিপোর্ট। মূলত 4.5 শতাংশ হারে GDP বৃদ্ধি হচ্ছে ওপার বাংলায়। একইভাবে GDP বৃদ্ধির পাশাপাশি মাথাপিছু আয়ের নিরিখেও বেশ খানিকটাই এগিয়েছে বাংলাদেশ। (বৃদ্ধি অনুমান করা হচ্ছে)
ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় 2820 মার্কিন ডলারের পৌঁছেছে। যা গতবার 2738 ডলার ছিল। সেই হিসেবে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত 82 ডলার বেড়েছে। বলা বাহুল্য, 2021-22 আর্থিক বছরে বাংলাদেশের সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল 2793 ডলার।
এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। বর্তমানে ভারত যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ তা জানতে বাকি নেই কারোরই। আর সেই সূত্র ধরেই বলে রাখি, বর্তমানে অর্থাৎ চলতি আর্থিক বছরে ভারতের GDP বৃদ্ধির হার 6.3 শতাংশ হতে চলেছে। অনুমান করা হচ্ছে চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে এই বৃদ্ধি 6.8 শতাংশে পৌঁছতে পারে। এবার আসি মোট GDP প্রসঙ্গে। বিশ্ব বাজারে দেশীয় পণ্যের দাপট যে হারে বাড়ছে তাদের ভারত যে আর্থিক দিক থেকে উন্নতি করবে সেটাই স্বাভাবিক। আর সেই সাফল্যকে সঙ্গে নিয়ে এবছর ভারতের GDP 4 ট্রিলিয়নের হিসেবও ছাড়িয়ে গেছে।
অবশ্যই পড়ুন: জুন মাসে লটারিতে কোটি জিতবেন অনেকেই! বিপদে পড়বেন এই ৩ রাশির ব্যক্তিরা
আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF তাদের রিপোর্টে দাবি করেছে, খুব শীঘ্রই ভারতের GDP 4.19 ট্রিলিয়নের হিসেবও ছাড়িয়ে যাবে। তাহলে ভারতের মাথাপিছু আয় কত? আসলে এদেশের GDP যে হারে বৃদ্ধি পেয়েছে, সেই ধারা বজায় রেখে সাধারণ মানুষের পকেটে অর্থ আসেনি, অর্থাৎ মাথাপিছু আয় খুব একটা বৃদ্ধি পায়নি। ফলত, এইসব কারণেই জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে ভারতের মাথাপিছু আয় 2800 থেকে 2900 ডলার। যা, 2004 সালে মাত্র 620 ডলার ছিল। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বৃদ্ধির সাথে সাথে ভারতের মাথাপিছু আয়ও আগামী দিনে বাড়বে।