২০২৪-এ ছিল সাড়ে আটগুন তফাৎ! সামরিক বাজেটে ভারতের কাছে বাচ্চা পাকিস্তান

Published on:

India vs Pakistan Military Power

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে 22 এপ্রিল ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত চালিয়েছে অপারেশন সিঁদুর। আর এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতর 9 টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। শুধু তাই নয়, 100 জঙ্গির প্রাণও কেড়ে নিয়েছে। তবে ভারতের এই অভিযান সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না করেই। 

এই ঘটনার পর ভারত-পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। কিন্তু উত্তেজনার মধ্যে একটি বিষয় স্পষ্ট উঠে আসছে। আর তা হলো – সামরিক খাতে (India vs Pakistan Military Power) ভারতের বিপুল বিনিয়োগের প্রমাণ। যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে।

ভেঙে পড়ছে পাকিস্তানের আত্মবিশ্বাস

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তাঁদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, ভারত ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর আমরা ইচ্ছাকৃতভাবে সেগুলোকে আটকাতে পারিনি। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটের অবস্থান যেন ফাঁস না হয়ে যায়। এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ঠাট্টা মশকরার ঝড় ওঠে। কারণ বাস্তবতা এই যে – পাকিস্তান ভারতের হামলার রুখতে ব্যর্থ হয়েছে।

এমনকি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের চিনা ও তুর্কি ড্রোনগুলিকেও আকাশে গুলি করে উড়িয়ে দিয়েছে। পাকিস্তান রাডার, HQ-9 মিসাইল সিস্টেম, PL-15 মিসাইল, সবই ধ্বংস করে দিয়েছে ভারতীয় ডিফেন্স সিস্টেম।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সামরিক বাজেটের চিত্র

এদিকে 2024-25 অর্থবছরে পাকিস্তানের সামরিক বাজেটের পরিমাণ ছিল 1.12 লক্ষ কোটি পাকিস্তানের রুপি। আর এটি তাদের মোট জিডিপির মাত্র 1.7%। বিপরীত দিকে ভারতের তরফ থেকে 2025-26 অর্থবছরের প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ করা হয়েছে 6.81 লক্ষ কোটি টাকা, যা দেশের মোট বাজেটের প্রায় 8% এবং মোট জিডিপির 1.9%।

এদিকে বিশেষ সামরিক ব্যয়ের তালিকায় ভারতের স্থান এখন চতুর্থ। এই তালিকায় পাকিস্তান বহু তলানিতে। এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, 2000 সালে ভারতের সামরিক বাজেট পাকিস্তানের চেয়ে 4.8 গুণ বেশি ছিল। 2023-এ এসে তা দাঁড়ায় 9.5 গুণ, তবে 2024-এ এসে দাঁড়িয়েছে 8.5 গুণে।

ভারতের প্রতিরক্ষা শক্তির মূল রহস্য কী?

আসলে স্বাধীনতার পর প্রথম বাজেটে ভারতের মোট ব্যয়ের 46% প্রতিরক্ষা খাতে লেগে গিয়েছিল। আর তখনকার 197 কোটি টাকার বাজেটে 92 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেনাবাহিনীর জন্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশের অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতিরক্ষার বাজেট। মনমোহন সিং সরকারের শেষ বছর অর্থাৎ 2019-14 বছরে এসেছিল 2.30 লক্ষ কোটি। আর মোদি সরকারের আওতায় এসে তা দাঁড়িয়েছে 6.81 লক্ষ কোটি টাকায়। 

আরও পড়ুনঃ গুলিতে নয়, ডুবে মরবে পাকিস্তান! শো শো শব্দে ফুঁসছে চেনাব, ভয়ঙ্কর সিদ্ধান্ত ভারতের

এদিক থেকে পাকিস্তান বারবার যুদ্ধ হুমকি দিলেও ভারত আধুনিক, প্রযুক্তি নির্ভর প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করতে হয়, তা ভালোভাবে জানে। আর তার বাস্তব উদাহরণ অপারেশন সিঁদুর। এখন দেখার ভারত-পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥