GDP-তে তো পিছিয়ে, কিন্তু মাথা পিছু আয়ে ভারতকে কি টেক্কা দিল তুরস্ক! দেখুন পরিসংখ্যান

Published on:

India Vs Turkey Per Capita Income

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের পর থেকেই ভারতীয়দের রোষানলে পড়েছে পাকিস্তানের দুই শুভাকাঙ্ক্ষী তুরস্ক ও আজারবাইজান। অপারেশন সিঁদুরের আগে এবং পরে এই দুই দেশই সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে একেবারে খোলাখুলি সমর্থন করেছিল। যার জেরে পাক বন্ধু তুরস্ক ও আজারবাইজানকে বয়কটের ডাক দিয়েছেন দেশবাসী।

ফলত, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুই দেশের অর্থনীতি যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তা বোঝা যাচ্ছে বিগত কয়েক দিনের রিপোর্ট থেকেই। মূলত ভারতীয় পর্যটকরা বেঁকে বসায় তুরস্ক ও আজারবাইজানের পর্যটন শিল্প একপ্রকার মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও লজ্জা নেই পাক বন্ধুদের! মূলত ইসলামাবাদের কুকর্মে সাথ দিয়েই আজও বুক চিতিয়ে ঘুরছে আঙ্কারা এবং বাকু।

চতুর্দশীয় সফর করেছেন পাক প্রধানমন্ত্রী

ভারতের সাথে সংঘাতের পর উপকারী বন্ধু তথা সমর্থক দেশেগুলিতে সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জানা যাচ্ছে, সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন শেহবাজ। পরবর্তীতে সেখান থেকে ইরান সফর করেন তিনি, এবং সবশেষে বুধবার আজারবাইজানে পৌঁছন পাকিস্তানের প্রধানমন্ত্রী, শোনা যাচ্ছে বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বন্ধু দেশ আজারবাইজানের লাচিন শহরের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি প্রসঙ্গে বড়সড় হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, ভারত বারবার জল চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে ভারত যাতে জল বন্টন চুক্তি বাতিল করতে না পারে সেই বন্দোবস্ত করছি, এদিন একথাও বলেন পশ্চিমের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বঙ্গবন্ধুর ছবি ছাড়াই ছাপানো হল ওপার বাংলার টাকা! ছবি জারি, কেমন হল নতুন নোট?

ভারত বনাম তুরস্কের মাথাপিছু আয় (India Vs Turkey Per Capita Income)

জানিয়ে রাখি, মাত্র সাড়ে 8 কোটির দেশ তুরস্কের বর্তমান মাথাপিছু আয় 16 হাজার ডলারেরও বেশি। 2023 সালের রিপোর্ট অনুযায়ী, তুরস্কের পার ক্যাপিটা বা মাথাপিছু আয় ছিল 13,105.66 ডলার। তবে বেশ কয়েকটি অর্থনীতি সংক্রান্ত রিপোর্ট দাবি করছে, 2025 আর্থিক বছরের শেষের দিকে তুরস্কের মাথাপিছু আয় গিয়ে দাঁড়াবে 16,708.9 ডলারেরও বেশি অঙ্কে। তাহলে কি মাথাপিছু আয়ের নিরিখে পিছিয়ে ভারত?

বর্তমানে 140 কোটির ভারত এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে, জাপানের মতো শক্তিশালী অর্থনৈতিক দেশকে সরিয়ে চতুর্থ অর্থনৈতিক দেশে পরিণত হওয়া গিয়েছে, তবে মাথাপিছু আয় বাড়ল কি? আসলে হিসেব অনুযায়ী, দেশের বর্তমান GDP গ্রোথ যদি সাধারণ মানুষের পকেটে না আসে, সে ক্ষেত্রে লাভের লাভ কিছুই নেই। বলা বাহুল্য, 4 ট্রিলিয়নেরও বেশি অর্থনীতির দেশ ভারতের বর্তমান মাথাপিছু আয় মাত্র 2,800 থেকে 2,900 ডলার। বলে রাখি, 2004 সালে যেখানে ভারতের মাথাপিছু আয় ছিল মাত্র 620 ডলার, দুই দশকের মধ্যে তা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে কার্যত 3 হাজারের গণ্ডি ছুঁই ছুঁই করছে। আদতে এই বৃদ্ধি ভারতে অর্থনৈতিক জোয়ারের ইঙ্গিতই দেয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥