বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্ত্রাসবাদের প্রতি প্রেম ঘুঁচে যাবে পাকিস্তানের (Pakistan)! পহেলগাঁও হামলার জবাব এবার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চলেছে ভারত। শোনা যাচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও পাকিস্তানকে ভাতে মারার চিন্তা রয়েছে দিল্লির। সূত্রের যা খবর, সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চেপে ধরার পর এবার সে দেশের সাথে আর্থিক যুদ্ধ শুরু করতে চলেছে ভারত।
কূটনৈতিকভাবে পাকিস্তানকে শায়েস্তা করেছে ভারত
কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে বেছে বেছে ভারতীয় পর্যটকদের হত্যা করেছে পাক মদদপুষ্ট সন্ত্রাসীরা। আর এই হামলার পর পাকিস্তানের টুটি চেপে ধরেছে ভারত! কূটনৈতিক দিক থেকে প্রতিবেশীকে একেবারে নাকানি চোবানি খাওয়াচ্ছে দিল্লি। ইসলামাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল, পাক নাগরিকদের ভিসা বাতিল থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের মতো একাধিক কঠোর সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্র।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভারতের ওপর আকাশ সীমায় নিষেধাজ্ঞা জারি করার পর পাল্টা ভারতও পাকিস্তানের ওপর আকাশ পথে কঠোর পদক্ষেপ নিয়েছে। এমতাবস্থায়, কূটনৈতিক যুদ্ধ শেষ করে এবার পাকিস্তানকে নতুন পদ্ধতিতে জোর ঝটকা দিতে পারে কেন্দ্র।
পাকিস্তানের সাথে আর্থিক যুদ্ধ শুরু করতে পারে ভারত!
শোনা যাচ্ছে, জলযুদ্ধের পর এবার পাক সরকারকে শায়েস্তা করতে আর্থিক যুদ্ধ ঘোষণা করতে পারে ভারত। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রতি আলগা পিরিত ঘুঁচিয়ে দিতে এবার পশ্চিম দিকের দেশকে আর্থিক দিক থেকে দুর্বল করতে চলেছে দিল্লি।
কিন্তু কীভাবে? সূত্র বলছে, সবার প্রথমে পাকিস্তানকে ফের FATF-র ধূসর তালিকা ভুক্ত করতে পারে ভারত। আর সেই কাজ হয়ে গেলেই দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে পাকিস্তানের অর্থ সাহায্য চাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করতে চাইবে ভারত সরকার।
খোঁজ নিয়ে জানা গেল, অতি সম্প্রতি কাঙাল পাকিস্তানকে 700 কোটি মার্কিন ডলার ঋণ হিসেবে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। কিন্তু সাধারণত অন্যান্য সময়ের মতোই পাকিস্তান এই অর্থ দিয়ে সন্ত্রাসবাদকে ফুলেফেঁপে উঠতে সাহায্য করবে!
তাই গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচাতে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনে অর্থ সাহায্যের রাস্তা বন্ধ করতে চাইছে নয়া দিল্লি। আর সেই সূত্র ধরেই সন্ত্রাসবাদের আশ্রয় দাতা পাকিস্তানকে ধূসর তালিকায় নামিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করবে ভারত!
অবশ্যই পড়ুন: বদলে গেল প্লে-অফের সমীকরণ, চরম ফায়দা এই দুই দলের! কী হবে KKR-র?
উল্লেখ্য, মূলত যে সব দেশ আর্থিক সাহায্য নিয়ে সেই অর্থ দিয়ে সন্ত্রাসবাদকে সাহায্য করার মতো তহবিল তছরুপের কাজ করে, সেই সব দেশকে ধূসর তালিকায় নিয়ে আসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। শেষবারের মতো অপকর্মের কারণে 2018 সালের জুন মাস থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান এই ধূসর তালিকার সদস্য ছিল। যার কারণে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে কোনও রকম অর্থ সাহায্য পেতনা পাকিস্তান। ভারত চাইছে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার মোক্ষম পরিণাম হিসেবে পাকিস্তানকে ধূসর তালিকায় নামিয়ে আনতে!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |